‘এবারের বিপিএল বাংলাদেশ দলের টি-টোয়েন্টির উন্নতিতে কাজে লাগবে’
২১ জানুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০০:৩৯
আগের আসরগুলোর মতো এবারও বিপিএলে মাঠের বাইরে একটার পর একটা বিতর্ক। তবে মাঠের খেলাটা হচ্ছে জাকজমকপূর্ণ। দেদাড়ছে রান উঠছে। আবার ভালো বোলিং করলে বোলাররাও সুবিধা পাচ্ছেন। ব্যাট-বলের লড়াই এমনই জমে উঠছে যে গ্যালারিতেও বাড়তি দর্শক দেখা যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। সৌম্য সরকার বললেন, এবারের বিপিএলটা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট উন্নতিতে বড় ভূমিকা রাখবে।
দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট চলছে, অথচ সৌম্য সরকার এখন পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেননি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকেই ক্রিকেটের বাইরে সৌম্য। দীর্ঘদিন বাইরে থাকার পর অনুশীলনে ফিরেছেন। কিছুদিনের মধ্যে হয়ত সৌম্যকে বিপিএল খেলতেও দেখা যাবে। এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলার কথা সৌম্যর।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌম্য বলছিলেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে। বোলাররা ভালো করছে। যদি এটা ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে টি-টোয়েন্টিতেও উন্নতি করতে পারব। কারণ আমরা জানব ২০০ রান কিভাবে করতে হয় রেগুলার। ১০টা উইকেট কিভাবে নিতে হয়। এটা যত আমাদের আয়ত্বের ভেতরে থাকবে তখন আমরা ওখানে গেলে প্রেসারেও পড়বো না। আমরা প্রেসাররাটা ইজিলি হ্যান্ডেল করতে পারব।’
আগে না পারলেও বাংলাদেশ এখন টি-টোয়েন্টিতে ভালোই করতে পারবে বলে বিশ্বাস সৌম্যর। তবে সবার আগে ক্রিকেটারদের বিশ্বাসটা রাখতে হবে যে তারা পারবেন। অনেকে বিশ্বাসই করেন না বলেই আক্ষেপ সৌম্যর। বলেছেন, ‘সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে আমরা পারব। আগে নেতিবাচক কথা বললে তো হবে না।’
এতোদিন পর অনুশীলনে ফিরতে পারাটা সৌম্যর কাছে স্বাভাবিকভাবেই আনন্দের। সঙ্গে এটাও জানালেন, অন্যরা খেলছেন আর তিনি বসে বসে তা দেখছিলেন, বিষয়টা কষ্ট দিয়েছে।
সৌম্য বলেছেন, ‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’
সারাবাংলা/এসএইচএস