Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভুয়া ভুয়া’ থেকে ‘লিটন লিটন’

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২০ জানুয়ারি ২০২৫ ২১:২১

সিলেটের বিপক্ষে লিটন খেলেছেন ৪৮ বলে ৭০ রানের ইনিংস। ছবি: শ্যামল নন্দী

দুই ম্যাচ আগেই খেলেছেন ১২৫* রানে দুর্দান্ত একটা ইনিংস। মাঝে শুধু এক ইনিংসে ভালো খেলতে পারেননি লিটন দাস। ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৩ রান। এতেই চট্টগ্রামের দর্শকরা তাকে শুনিয়ে দিলেন ‘ভুয়া! ভুয়া!’ স্লোগান। সেই ম্যাচটা যারা মাঠে বসে দেখেছেন, তার হয়তো সরাসরি সাক্ষী। 

অবশ্য সোশ্যাল মিডিয়ার বদৌলতে এতদিনে হয়তো ঘরে বসে দেখেও ফেলেছেন সেই ভিডিও ক্লিপটা, যেখানে লিটন দুই হাত পেছনে বেধে দাঁড়িয়ে আছেন হতাশ চোখে। এত হতাশ হতে তাকে খুব কমই দেখা গেছে সাম্প্রতিক সময়ে। কারণ গ্যালারি সুদ্ধ মানুষ যদি আপনাকে ‘ভুয়া! ভুয়া!’ বলে সমস্বরে স্লোগান দেয়, সেটা হজম করা কঠিনই হবে একটু। 

বিজ্ঞাপন

এর ওপর লিটন দাস আবার জাতীয় দলের ক্রিকেটার। জাতীয় দলের জার্সিতে তার ইদানিংকালের ব্যাটিং ফর্মটাও পক্ষে নেই। বাদ পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও। সবকিছু মিলিয়ে লিটনের ওভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকাটা একেবারেই অযৌক্তিক হয়তো নয়। কারণ দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের কাছ থেকেই তো দুঃসময়ে সমর্থন চান তারা। 

সেই ভিডিও ক্লিপটা ভাইরাল হবার পর অবশ্য চট্টগ্রামের দর্শকদের বেশ সমালোচনা করেছেন বিপিএল তথা দেশের ক্রিকেট ভক্তরা। অনেকেরই ভাষ্য, একজন ক্রিকেটার যতই খারাপ খেলুক না কেন, তাকে সবাই মিলে ‘ভুয়া! ভুয়া’ বলাটা কোনোভাবেই সমীচিন নয়। শ্যামল

লিটনের সাম্প্রতিক বিপিএল ফর্মও একেবারেই ট্রল কিংবা ‘ভুয়া’ স্লোগানের যোগ্য নয়। ৩১ রানের ইনিংসে বিপিএল শুরু, মাঝের তিন ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট। ৭৩ করলেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, আর দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো খেললেন রেকর্ডগড়া ১২৫* রানের ইনিংস। সেদিন বরিশালের বিপক্ষে সেই দুয়োধ্বনি শোনার ম্যাচের পর আজ নেমেছিলেন ঢাকার বিপক্ষে। লিটনের ব্যাট থেকে এলো ৪৮ বলে ৭০ রানের ইনিংস। 

বিজ্ঞাপন

মজার ব্যাপার হচ্ছে আজ ইনিংসের নিজের রানের খাতা লিটন খুলেছেন একটা সিংগেল নিয়ে। সেই সিংগেলের পরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি মেতে উঠেছিল ‘লিটন! লিটন!’ স্লোগানে। এরপর ইনিংসজুড়ে লিটনের ব্যাটিং চলাকালীন অনেকটা সময়ই দর্শকরা মেতে ছিলেন লিটন বন্দনায়। কে জানে! চট্টগ্রামের দর্শকরা হয়তো বুঝতে পেরেছেন, লিটন আসলে ‘ভুয়া’ স্লোগান শোনাটা ডিজার্ভ করেন না। 

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর