Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার জয়ের দিনে মোস্তাফিজের উইকেটের ‘সেঞ্চুরি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৬:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:৫৪

একাদশ বিপিএলে পয়েন্ট টেবিলের শেষের দুই দলের দারুণ লড়াই জমেছিল আজ। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে জয়-পরাজয় নির্ধারন হয়েছে শেষ বলে গিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন ঢাকা ক্যাপিটালসের পেসার মোস্তাফিজুর রহমান। চতুর্থ বোলার হিসেবে বিপিএলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ।

আজ সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব ছিল মোস্তাফিজের। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান লাগত সিলেট স্ট্রাইকার্সের। প্রথম দুই বল থেকেই ১১ রান খরচ করে উত্তেজনা বাড়িয়েছিলেন মোস্তাফিজ। তবে ওভারের শেষ তিন বলে ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। শেষ ৩ বলে ৪ রান খরচ করে একটা উইকেটও পেয়েছেন।

বিজ্ঞাপন

এই উইকেটটাই ছিল বিপিএল ইতিহাসে মোস্তাফিজের ১০০তম উইকেট। চতুর্থ বোলার হিসেবে বিপিএলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।

২০১৫ সাল থেকে বিপিএল খেলছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে ৭৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৭৯তম ম্যাচে এসে দেখা পেলেন ১০০ উইকেটের। ওভারপ্রতি রান খরচ করেছেন ৭.২১। সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।

সবার আগে সাকিব আল হাসান বিপিএলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তারপর দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ একশ উইকেট পূর্ণ করলেন। আজ সেই দলে নাম লেখালেন মোস্তাফিজ।

সাকিব সব মিলিয়ে ১১৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪৯টি। তাসকিন আহমেদ এখন পর্যন্ত ৮৬ বলে ১২০ উইকেট নিয়েছেন। ‍রুবেল হোসেন ৮৯ ম্যাচে নিয়েছেন ১১০ উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর