মাঝপথে কেন অধিনায়কত্ব থেকে সরানো হলো বিজয়কে?
২০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪
বিপিএল চলবে আর টুর্নামেন্টের মাঝপথে কোনো দলের অধিনায়ক বদলাবে না, এমনটা খুব কমই দেখা গেছে। এক আসরে এক দলের অধিনায়ক তিনবার বদলেছে এমন নজিরও আছে। এবারও এর ব্যতিক্রম হলো না। ৮ ম্যাচ পর দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হলো এনামুল হক বিজয়কে। তার বদলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ।
দুর্বার রাজশাহীর মিডিয়া বিভাগ থেকে আজ (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ব্যাটিংয়ে যেন আরও মনোযোগ দিতে পারেন বিজয়, সেজন্যই এই সিদ্ধান্ত তাদের। মূলত খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারার ব্যর্থতাতে আবেগী হয়ে পড়েন বিজয়।
সেই বিবৃতিতে রাজশাহী লিখেছে, ‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’
৮ ম্যাচে ৩২৪ রান করে চলতি আসরের সর্বোচ্চ রান স্কোরার বিজয়। আগের ম্যাচেই ৫৭ বলে করেছেন সেঞ্চুরি। দলটির অধিনায়ক তাসকিনও ছন্দে আছেন এবারের বিপিএলে। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এই ডানহাতি পেসার।
সারাবাংলা/জেটি