Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন-থিসারার পাওয়ার হিটিংয়ে বড় সংগ্রহ ঢাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২০ জানুয়ারি ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

২৮ বলে ৮১ রানের জুটির পথে থিসারা-লিটন। ছবি: শ্যামল নন্দী

আট ম্যাচে কেবল এক জয়, ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার স্বপ্ন মিইয়ে গেছে অনেকটাই। অবশ্য আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার ব্যাটিং দেখে মনে হলো, দলটার শরীরী ভাষা এখনও উজ্জ্বীবিত। লিটন দাস-তানজিদ হাসানের ব্যাটে শুরুটাও হলো সেভাবেই। মাঝে লিটনের সাথে সাব্বির রহমানের জুটি আর শেষে থিসারা পেরেরার ঝড়। লিটনের সাথে এই বাঁহাতি ব্যাটারের পাওয়ার হিটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে ঢাকা।

বিজ্ঞাপন

১৬ ওভারে শেষে ঢাকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৯। লিটন-থিসারার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ চার ওভারে ঢাকা তুলল আরও ৬৭ রান। সবচেয়ে বড় ঝড়টা গেছে সিলেট অধিনায়ক আরিফুল ইসলামের ওপর দিয়ে। ১৮ তম ওভারে বল করতে এসে দিয়েছেন ২৬ রান। থিসারার কাছে দুই ছক্কা, এক চার আর লিটনের কাছে হজম করেছেন আরেকটা ছক্কা। ১৯ তম ওভারে রুয়েল মিয়াও দলেন ১৯ রান। যদিও লিটন আউট হয়েছেন তার বলেই।

লং অফে সুমন খানের হাতে ক্যাচ দেয়ার আগে লিটন করেছেন ৪৮ বলে ৭০* রান। তিন ছক্কা আর তিন চারে ১৭ বলে ৩৭ রানের ক্যামিও খেলেছেন থিসারা। দুজন মিলে মাত্র ২৮ বলে তুলেছেন ৮১ রান। যেখানে লিটনের অবদান ১৩ বলে ৩০ আর থিসারা তুলেছেন ১৫ বলে ৩১। টিপু আর সামিউল্লাহ শিনওয়ারি দুজনই নেন দুটি করে উইকেট।

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর