সেঞ্চুরি করেও ম্যাচ শেষে বিজয় বললেন— দোষটা আমারই
১৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০১:৫৬
এবারের বিপিএলে এখন পর্যন্ত যত সমালোচনা হচ্ছে তার বেশিরভাগের উৎস দুর্বার রাজশাহী। সময়মতো ক্রিকেটারদের বেতনের টাকা পরিশোধ করার বিতর্কে জড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেটা সম্মানহানী করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক না পেয়ে অনুশীলনও বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এসবের মধ্যেই ম্যাচ খেলতে হচ্ছে রাজশাহীর ক্রিকেটারদের।
এর আগের ম্যাচে দারুণ একটা জয় পেয়েছে রাজশাহী। আজ হারতে হয়েছে জিততে জিততে। খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে মাত্র ৭ রানে!
আগে ব্যাটিং করে ২০৯ রান তুলেছিল খুলনা টাইগার্স। পরে রাজশাহীর হয়ে ৫৭ বলে সেঞ্চুরি করেছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তবু ম্যাচ জিততে পারেনি রাজশাহী কিংস।
সেঞ্চুরিয়ান বিজয় তাতে নিজের দায়ও দেখছেন। একটা সময় স্লো ব্যাটিং করেছেন বিজয়। হারের কারণ হিসেবে সেটাকেই উল্লেখ করেছেন।
আজ রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানে হেরেছে রাজশাহী। ম্যাচ শেষে সংবাদমাধ্যম কথা বলেছেন এনামুল হক বিজয়। বিজয় বলেছেন, ‘আসলে দুটা লো ফুলটস বল আমি নিজেই মিস করেছি। এই দুটা বাউন্ডারি হতে পারত আমার দিক থেকে। এটা আমি মিস করেছি। আর রায়ান বার্ল খুব ভালো আছে। শেষ ওভারে ও থাকলে ভালো একটা সুযোগ ছিল।’
৫৭ বলে আজ সেঞ্চুরি পূর্ণ করেছেন এনামুল হক বিজয়। তবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না বলে মন খারাপ বিজয়ের। বলেছেন, ‘আসলে আমার ইনিংস নিয়ে স্পেশালভাবে বলার কিছু নেই। আমি শুধু স্কোর বোর্ডটা দেখছিলাম। ম্যাচটা কতটা ক্লোজ করা যায়, রানরেট কেমন চলতেছে এসব খেয়াল করছিলাম। আমার ব্যাটিং আসলে আমি মনে করেছি ক্রিজে থাকি এবং ব্যাটিং করতে থাকি। দেখা যাক কি হয়। আফিফের হাতে একটা ক্যাচও গিয়েছিল কিন্তু ধরতে পারেনি। সব মিলিয়ে আল্লাহ (সেঞ্চুরি) দিয়েছেন তাই হয়েছে। তবে ম্যাচ জেতাতে পারলে ভালো হতো। সকল ক্রিকেটারেরই স্বপ্ন থাকে একা ম্যাচ জেতাতে। আজ আমি জেতাতে পারলে ভালো লাগত। সেঞ্চুরি হয়েছে বলে খুশি। তবে সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে পারলাম না সেই আক্ষেপটা থেকে যাবে ।’
সারাবাংলা/এসএইচএস