Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২১ রানে অলআউট হয়ে চিটাগং কোচ— পিচে ঝামেলা ছিল না

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ২৩:৪৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০১:০৬

একাদশ বিপিএলে টানা চার ম্যাচ জেতা চিটাগং কিংসের ঘরের মাঠে গিয়ে আরও জেগে উঠা দরকার ছিল। কিন্তু উল্টো যেন নেতিয়ে পড়ল দলটা! বিপিএল এখন চলছে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৩১ রানে আটকে গিয়ে ম্যাচ হেরেছিল চিটাগং কিংস। আজ ফরচুন বরিশালের বিপক্ষে আটকে গেল ১২১ রানেই। ফলাফল আরেকটা হার। ব্যাটিংয়ের এমন ছন্দপতনের পর চিটাগংয়ের সহকারী কোচ এনামুল হক বলে গেলেন, সমস্যাটা টপ অর্ডার ব্যাটিংয়ে। পিচের কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে শুরু থেকেই রান উঠছে। ঢাকার প্রথম পর্বে এবং সিলেট পর্বে দুইশর বেশি রান উঠেছে বারবার। কিন্তু চট্টগ্রামে গিয়েই যেন বিপিএলে রানক্ষরা! তবে কি চট্টগ্রামের পিচেরই সমস্যা? ১২১ রানেই গুটিয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এলে এমন প্রশ্ন করা হয়েছিল চিটাগং কিংসের সহকারী কোচ এনামুল হককে।

দেশীয় এই কোচের সহজ উত্তর, ‘আমাদের টপ অর্ডারের ব্যর্থতার কারণেই এমন হয়েছে। যদি দেখেন টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে যদি ৩-৪টা উইকেট পড়ে যায়, আমরা ৬টা ব্যাটার নিয়ে খেলি। ফলে আজকে টেইলএন্ডার এক্সপোজড হয়েছে। আশা করব ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করলে আমরা কামব্যাক করতে পারব।’

‘উইকেটে কোনো ঝামেলা ছিল মনে হয় না। ভালো বোলিং বলতে পারেন। এখনও পর্যন্ত উইকেট বেশ ভালো হয়েছে এই বিপিএলে চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয়।’- যোগ করেছেন এনামুল।

চিটাগং কিংসের ব্যাটিংটা টানছিলেন পাকিস্তানের উসমান খান ও ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক। আজ বরিশালের বিপক্ষে এই দুজনের দুজনই ব্যর্থ। চিটাগং তারপর আর কোমড় সোজা করে উঠতে পারেনি।

উসমান-ক্লার্কের ব্যর্থতাটাই আজকের ভড়াডুবিতে বড় ভূমিকা রেখেছে বলেছেন এনামুল। চিটাগং কিংসের সহকারী কোচ বলেন, ‘আসলে দ্রুত উইকেট পড়ে গেছে। (গ্রাহাম) ক্লার্ক যেমন আমাদের খুব ভালো ব্যাট করছিল টুর্নামেন্টজুড়ে। উসমানও রানে ছিল। দুইটা ফর্মের প্লেয়ার আউট হয়ে যাওয়ায় আমরা কিছুটা পিছিয়ে গেছি, সংগ্রাম করেছি। এই বিপিএলে সাধুবাদ দিতে হয় কিউরেটরদের। আশা করব হাই স্কোরিং ম্যাচই হবে।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর