Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালানের ‘শাপমোচন’, ঘরের মাঠে কিংস বধ বরিশালের

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৩

ফিফটির পর মালানের উদযাপন। ছবি: শ্যামল নন্দী

লক্ষ্য ছিল মাত্র ১২২ রানের। কিন্ত ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমেই রীতিমতো গলদঘর্ম ফরচুন বরিশাল। বিপত্তি বাড়ে চিটাগং কিংসের খালেদ আহমেদের তোপে ৫৩ রানের মধ্যে বরিশাল চার উইকেট হারিয়ে ফেলায়। অবশ্য ডাভিড মালানের ‘শাপমোচন’ করা ফিফটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠে বরিশাল। তার সাথে মোহাম্মদ নবীর ২৬ রানের ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে ঘরের মাঠে চিটাগং কিংসকে হারালেন তামিম ইকবালরা।

বিজ্ঞাপন

রান তাড়ায় নেমে বরিশালের ইনিংস উদ্বোধন করেছেন তামিম আর মালান। তৃতীয় ওভার পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই ঘটনার সূত্রপাত। আলিস আল ইসলামের করা বল শর্ট কভারে ঠেলে দিয়ে রানের জন্য ছুটতে গিয়েও ছুটেননি মালান। উসমান খান একবারে ধরতে পারেননি বলটা, সেই সুযোগই নিতে চেয়েছিলেন তামিম। দৌড়ে মাঝ উইকেট পর্যন্ত চলেও যান এই বাঁহাতি ব্যাটার। কিন্তু মালানের সাড়া না পেয়ে আবার ফিরে আসেন নন স্ট্রাইকিং এন্ডে। ততক্ষণে উসমানের করা থ্রো থেকে উইকেট ভেঙে দেন আলিস।

বিজ্ঞাপন

চেহারা দেখেই মনে হচ্ছিল অখুশি তামিম, হাত তুলে জানতেও চান মালানের কাছে, কেন সিংগেল নেননি তিনি? মাঠ ছাড়তে ছাড়তে মালানকে কিছু একটা বলছিলেনও তামিম। মালানও উত্তর দিতে দিতে এগিয়ে যান নন স্ট্রাইকিং এন্ডের দিকে। মজার ব্যাপার হচ্ছে সেই তর্কের পর মালানকে থামাতে এসেছিলেন চিটাগং কিংসের ফিল্ডাররা।

তাই মালানের ওপর একটা বাড়তি চাপও ছিল আজ রান করার। এবং সেই কাজটা দুর্দান্তভাবেই সারলেন এই বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচে ৪৯* রানের অপরাজিত ছিলেন, মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে। আজও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন, তবে পেয়েছন ফিফটির দেখা। ৪১ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৬* রানে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটার।

তামিম ফেরার পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ আজ। রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন মুশফিকুর রহিম।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/জেটি

ডাভিড মালান তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর