Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ‘ঘরের ছেলে’ তামিম জেতালেন বরিশালকে

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮

১১৭ রানের জুটি গড়েন তামিম-মালান

চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল। তবে বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। যদিও এতে আজ শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্বে বরিশালের সমর্থনের অভাব হয়নি, সেটা তামিমের জন্যই। দারুণ এই সমর্থনের প্রতিদানও দিল বরিশাল, ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে। তামিমের ফিফটির সাথে ডাভিড মালানের ৪৯* রানের ইনিংসে ১৪০ রানের লক্ষ্য চার ওভার হাতে রেখেই টপকে গেল বরিশাল। উঠল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। 

বিজ্ঞাপন

তানভীর ইসলামের স্পিন জাদুর সাথে ফাহিম আশরাফ-জাহানদাদ খানের দারুণ পেস বোলিংয়ে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। বাকিদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন কেবল তানজিদ হাসান তামিম। দলীয় সংগ্রহের প্রায় অর্ধেক রানই এসেছে তার ব্যাট থেকে। 

সহজ এই লক্ষ্য তাড়ায় একদমই বেকায়দায় পড়তে হয়নি বরিশালকে। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দেন শান্ত। দলীয় ৮ রানে শান্তকে হারালেও সেটার প্রভাব ব্যাটিংয়ে পড়তে দেননি তামিম। মালানকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৮০ বলে ১১৭ রানের জুটি। এই জুটির পথে আসরে নিজের তৃতীয় ফিফটি ছুঁয়েছেন তামিম ৪৪ বলে। থিসারা পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় তামিম করেন ৬১ রান। মাঠও ছেড়েছেন দর্শকদের অভিবাদনে সিক্ত হয়ে। 

মালান এক রানের জন্য ফিফটি পাননি। অপরাজিত ছিলেন ৪৯ রানে। অবশ্য এক্ষেত্রে জাহানদাদ খানের ৪ বলে ১২ রানের ক্যামিওকে চাইলে মজার ছলে দায়ী করতেই পারেন মালান। 

টসে জিতে ব্যাট করতে নেমে আগের ম্যাচে ১২৫* রানের ইনিংসে খেলা লিটন দাস আজ বেশি দূর টানতে পারেননি। দুই চারে দারুণ শুরুর ইংগিত দিলেও ফিরেছেন ১৭ বলে ১৩ রানে। রিপন মন্ডলের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। মুনিম শাহরিয়ার ব্যর্থ, জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি অভিষিক্ত নামিবিয়ান ব্যাটার জেপি কোটজিয়া। 

৫০ রানের আগেই তিন উইকেট হারানো ঢাকার আশার প্রতীক হয়ে ছিলেন সাব্বির রহমান। তানভীর ইসলামকে দুর্দান্ত একটা ছয় মেরে আজও দারুণ কিছুর পথেই ছিলেন এই হার্ডহিটার। কিন্তু এক বল পরই মিড অফে ক্যাচ দিয়ে থামেন এই ডানহাতি ব্যাটার। পরের বলেই তানভীরের দ্বিতীয় শিকার হন অধিনায়ক থিসারা পেরেরা। মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি। 

বিজ্ঞাপন

অবশ্য সুযোগ থাকার পরেও হ্যাটট্রিক করতে পারেননি তানভীর। নিজের শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক বলে ছক্কা হজম করেন মোসাদ্দেক হোসেনের কাছে, মজার ব্যাপার হচ্ছে পরের বলে অদ্ভুত এক শট খেলে নিজের উইকেট দিয়ে আসেন মোসাদ্দেক। বাঁহাতি স্পিনার নিজের বোলিং শেষ করেছেন ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। 

তবে চারটা ছক্কা ও দুটি চারের মারে ৪৪ বলে ৬২ রান করেন বাঁহাতি ওপেনার তানজিদ। ফাহিম আশরাফের উঠে আসা বল লং অন দিয়ে বাউন্ডারি ছাড়া করার পরের বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। 

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর