Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ওভারে ইংল্যান্ডের মেয়েদের হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:১০

ম্যাচ জিততে শেষ বলে ১ রান দরকার ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। উইকেটে তখন নবম উইকেট জুটি। শেষ বলে রান নিতে পারেনি বাংলাদেশের নিশিতা আক্তার। ম্যাচ চলে যায় সুপার ওভারে। তাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ২ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকেও হারাল বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বেশ ছন্দেই আছে। গত ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে নির্ধারিত ওভারের খেলায় ম্যাচ টাই হয়েছে। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ১১৩ রান তুলেছিল। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারের শেষ বলে গুটিয়ে গেছে সেই ১১৩ রানেই।

সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংসটা এতে বড় ভূমিকা রেখেছে। ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়েছিলেন সাদিয়া। ইংল্যান্ড জবাব দিতে নামলে বাংলাদেশের হয়ে সুপার ‍ওভারটি করেন হাবিবা আক্তার। শেষ বলে জয়ের জন্য ৪ রান লাগত ইংল্যান্ডের। কিন্তু হাবিবার করা শেষ বল থেকে ২ রানের বেশি নিতে পারনি ইংল্যান্ডের প্রিশা তানাওয়ালা।

যেকোনো পর্যায়ের নারী ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটা। অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের বিপক্ষে আগে খেলেওনি অবশ্য। তবে জাতীয় দল খেলেছে কিন্তু জিততে পারেনি।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর