Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি, খেলতে পারবেন তো?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:০০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট হয়ে গেল গতকাল সোমবার। ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- ব্যাটার লিটন দাস, তরুণ পেসার নাহিদ রানা ও লেগস্পিনার রিশাদ হোসেন। প্রশ্ন হচ্ছে দল পাওয়া তিন ক্রিকেটার খেলতে পারবেন তো?

কারণ পিএসএলের আগামী আসর মাঠে গড়াবে যখন সেই সময়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরু হতে এখনো অনেকটা দেরি বলে এখনই এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক থাকবে বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে যাচ্ছে এবারের পিএসএল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে পিএসএল বলে পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টের এবারের আসরটি।

 সবকিছু ঠিক থাকলে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মাঠে গড়ানোর কথা পিএসএলের আগামী আসরটি। এদিকে, ঘরের মাঠে ১৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের।

শাহরিয়ার নাফীস সারাবাংলাকে বলেছেন, ‘পিএসএল শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। সময় আসলে আসলে বলা যাবে। আগে অনাপত্তিপত্রের জন্য আবেদন করবে তারা, বোর্ড বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে। তবে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বোর্ড ইতিবাচক থাকবে।’

রিশাদ হোসেনের এখনো টেস্টে অভিষেক হয়নি। রিশাদকে জিম্বাবুয়ে সিরিজেও ভাবার কথা নয়। সে হিসেবে তরুণ লেগ স্পিনার হয়তো পুরো সময়ের জন্যই অনাপত্তিপত্র পাচ্ছেন। বাকি দুজনের একজন লিটন দাস টেস্ট দলে নিয়মিত মুখ। আর নাহিদ রানাও টেস্ট দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে এই দুজনের জন্য পুরো সময় অনাপত্তিপত্র পাওয়াটা অনিশ্চিত।

বিজ্ঞাপন

অবশ্য জিম্বাবুয়ের মতো পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ বলে লিটন-নাহিদ রানাকে পিএসএলের জন্য ছাড়তেও পারে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস

পিএসএল বিসিবি লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর