সিলেট পর্ব শেষে ব্যাট হাতে এগিয়ে যারা
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭
ঢাকা থেকে সিলেট ঘুরে বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে। এই দুই ভেন্যুতেই হয়েছে রানবন্যা। ঢাকা-সিলেট মিলিয়ে দুশোর বেশি রান হয়েছে আট ইনিংসে। সেঞ্চুরি হয়েছে পাঁচটি। সিলেটে লিটন দাস-তানজিদ হাসানের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ২৫৪ রানের সংগ্রহ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। এর আগে ঢাকা পর্বেও এক দিনে হয়েছে দুই সেঞ্চুরি। ব্যাটাররা বেশ স্বচ্ছন্দেই ছড়ি ঘোরাচ্ছেন বোলারদের ওপর। যেখানে সবার ওপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান।
ঢাকা-সিলেট মিলিয়ে এখন পর্যন্ত হওয়া ২০ ম্যাচের পর কারা আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়, দেখে নিন এক নজরে-
জাকির হাসান, সিলেট স্ট্রাইকার্স
ম্যাচ: ৬
ইনিংস: ৬
রান: ২৫১
গড়: ৫০.২০
স্ট্রাইকরেট: ১৪৯.৪০
ফিফটি: ৩
উসমান খান, দুর্বার রাজশাহী
ম্যাচ: ৪
ইনিংস: ৪
রান: ২৪৯
গড়: ৬২.২৫
স্ট্রাইকরেট: ১৭১.৭২
ফিফটি: ২
সেঞ্চুরি: ১
তানজিদ হাসান, ঢাকা ক্যাপিটালস
ম্যাচ: ৭
ইনিংস: ৭
রান: ২৪৬
গড়: ৩৫.১৪
স্ট্রাইকরেট: ১৩৮.২০
ফিফটি: ১
সেঞ্চুরি: ১
লিটন দাস, ঢাকা ক্যাপিটালস
ম্যাচ: ৬
ইনিংস: ৬
রান: ২৪০
গড়: ৪৮.০০
স্ট্রাইকরেট: ১৬৪.৩৮
ফিফটি: ১
সেঞ্চুরি: ১
সাইফ হাসান, রংপুর রাইডার্স
ম্যাচ: ৭
ইনিংস: ৭
রান: ২২৮
গড়: ৩৮.০০
স্ট্রাইকরেট: ১২৬.৬৬
ফিফটি: ২
সারাবাংলা/জেটি
জাকির হাসান ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ লিটন দাস সিলেট স্ট্রাইকার্স