পিএসএলে দল পেলেন লিটন-রিশাদও
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫
গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন লিটন। দশ চার ও নয় ছক্কায় ৫৫ বলের সেই ইনিংসকে নিয়ে গেছেন ১২৫* রানে। মারকুটে অমন ব্যাটিংয়ের পরদিনই সুখবর পেলেন এই ডানহাতি ব্যাটার। লাহোরে চলমান পাকিস্তান সুপার লিগের আগামী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরির দ্বিতীয় ধাপ থেকে তাকে দলে নিয়েছে করাচি কিংস।
একই ক্যাটাগরি থেকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগে এবারের ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন নাহিদ রানা, গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনে বাবর আজমের পেশোয়ার জালমি।
গতকাল চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা জয়নি লিটনের। সিলেটে একইদিনে বিধ্বংসী ব্যাটিংয়ে রাজশাহীকে উড়িয়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। চলতি বিপিএল ৩১ রানের ইনিংসে শুরু করলেও মাঝের ম্যাচগুলোতে রান পাননি। তবে শেষ দুই ম্যাচে লিটন ফিরেছেন নিজের চেনা ছন্দে।
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি একাদশে, টিম কম্বিনেশনের জন্য সাইডবেঞ্চেই ছিলেন এই লেগ স্পিনার। তবে এরপর তিন ম্যাচ খেলে নিয়েছেন চার উইকেট। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে হয়েছিলেন বাংলাদেশের সেরা বোলার। মূলত সেই টুর্নামেন্টের পরই আলো কাড়েন তরুণ এই লেগি।
নাহিদ, লিটন, রিশাদ দল পেলেও প্লাটিনাম ক্যাটাগরির প্রথম দফার ড্রাফটে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। প্রথম দফায় দল পাননি তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদও। তবে তাদের দল পাওয়ার সম্ভাবনা ফুরিয়ে যায়নি এখন। ড্রাফটের শেষ দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে টানার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
সারাবাংলা/জেটি