Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫০

নাহিদ রানা

লাহোরে চলছে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে। যেখানে আলাদা তিনটি ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার। ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানাকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। পাকিস্তানকের প্রথমবার টেস্টে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করে ২-০ ব্যবধানে। দেশের ক্রিকেটের দারুণ এই অর্জনে অন্যতম অবদান ছিল নাহিদ রানার। রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলে সেই সফরে আলাদা করে নিজেকে চিনিয়ে এসেছেন এই ডানহাতি পেসার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদরা বেশ হিমশিম খেয়েছেন তার গতির সাথে তাল মেলাতে না পেরে।

বিজ্ঞাপন

বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলছেন নাহিদ। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।

নাহিদ দল পেলেও প্লাটিনাম ক্যাটাগরির প্রথম দফার ড্রাফটে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। প্রথম দফায় দল পাননি তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদও। তবে তাদের দল পাওয়ার সম্ভাবনা ফুরিয়ে যায়নি এখন। ড্রাফটের শেষ দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে টানার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

সারাবাংলা/জেটি

নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর