রেকর্ডের বন্যা বইয়ে জয়ের গেরো খুলল ঢাকা
১২ জানুয়ারি ২০২৫ ২২:৪০
টানা ছয় হারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে আজ যেভাবে বেরুলো সেটা অবিশ্বাস্য। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে রেকর্ড বুক চুরমার করে ২৫৪ রানের স্কোর গড়েছিল আগে ব্যাটিং করতে নামা ঢাকা। পরে রাজধানীর দলটার বোলিংও ভালো হয়েছে। প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে গুটিয়ে দিয়েছে ১০৫ রানেই।
দুই মিলিয়ে আজ ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে ঢাকা। এবারের বিপিএলে সপ্তম ম্যাচে এসে নিজেদের প্রথম জয় পেল ঢাকা। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল চিটাগং কিংসের দখলে। ২০১৩ সালের বিপিএলে সিলেট রয়্যালসকে ১১৯ রানে হারিয়েছিল চিটাগং।
আগে ব্যাটিং করে ২৫৪ রানের স্কোর গড়ার পথে বহু রেকর্ড ভেঙেছে ঢাকা। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর এটা। তানজিদ হাসান তামিম ও লিটন দাস আজ ওপেনিং জুটিতে ২৪১ রান তুলেছেন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড এটা। ৪৪ বলে সেঞ্চুরি করেছেন লিটন দাস। যৌথভাবে সেটা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান তুলে অপরাজিত ছিলেন লিটন। আর তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ৬৪ বলে ১০৮ রান করে।
রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার ২৫৪ রানের জবাব দিতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইনআপ। ৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে সেখানেই ম্যাচের ফলাফল নির্ধারন করে ফেলেছিল রাজশাহী।
সাতে নেমে রায়ান বার্ল বলার মতো একটা ইনিংস খেললেন বলে শেষ পর্যন্ত একশ পেরুতে পেরেছে রাজশাহী। ১৫.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে গেছে রাজশাহী। জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্ল ৩২ বলে ৯ চারে ৪৭ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ২২ গজে ঢাকার হয়ে রীতিমতো অবিশ্বাস্য এক জুটি গড়েছেন লিটন দাস ও তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় বলে সানজামুল ইসলামকে চার হাঁকিয়ে শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। সেই ঝড় থেমেছে ইনিংসের শেষ বলে লিটনের ছক্কার মধ্যদিয়ে। অফ ফর্মে থাকা লিটন ঢাকার একাদশ থেকেও বাদ পরেছিলেন। এক ম্যাচ পর দলে ফিরে গত ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। তবে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পরার দিনে যা করলেন সেটা রীতিমতো অবিস্মরণীয়!
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে লিটন যখন মাঠ ছাড়ছিলেন তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১২৫ রান। মাত্র ৫৫ বলে এই রান করতে লিটন চার হাঁকিয়েছেন ১০টি, আর ছক্কা ৯টি। ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। বিপিএল ইতিহাসে যৌথভাবে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪৪ বলে সেঞ্চুরি করে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এককভাবে ছিল ক্রিস গেইলের দখলে। লিটন আজ তাতে ভাগ বসালেন।
লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমও কম যাননি। ২০তম ওভারের তৃতীয় বলে সীমানায় ক্যাচ হওয়ার আগে ১০৮ রান করেছেন তামিম। ৬৪ বলে এই রান করতে চার হাঁকিয়েছেন ৬টি, আর ছক্কা ৮টি। ওপেনিং জুটিতে দুজন তুলেছেন ২৪১ রান। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড এটা।
আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০১৭ সালের বিপিএলে মিরপুরে ২০১ রানের জুটি গড়েছিলেন দুজন।
লিটন-তানজিদ ঝড়ে আজ ঢাকার ইনিংস থেমেছে ২৫৪ রানে। বিপিএলে দলীয় সর্বোচ্চ স্কোরের কেরর্ডও এটা। আগের রেকর্ডটি ছিল ২৩৯ রানের। ২০১৯ সালের বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল রংপুর রাইডার্স।
সারাবাংলা/এসএইচএস