লিটন-তানজিদের তাণ্ডবে যেভাবে তছনছ রেকর্ডবুক
১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২১:৩১
দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারের খেলা চলছে তখন। ইনিংস শেষ হতে আর এক বল বাকি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আপনমনে মাথা নাড়ছিলেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। কারণ এই বলের আগে এবং পরে ইনিংসজুড়ে বিজয় যা দেখেছেন তা প্রতিপক্ষের অধিনায়ক হিসেবে মেনে নেয়াটা বেশ কষ্টসাধ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ঝড় বইয়ে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে। তাণ্ডুবে ব্যাটিংয়ে দুজনের সেঞ্চুরিতে আজ বিপিএলের রেকর্ডবুক হয়ে গেছে এলোমেলো। এক নজরে দেখে নিন সেসব-
২৫৪
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে আজ ঢাকা ক্যাপিটালস। মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছে টানা পাঁচ ম্যাচ হারা দলটি।
২৪১
লিটন দাস ও তানজিদ হাসান মিলে ওপেনিং জুটিতে গড়েছেন ২৪১ রানের জুটি। পেছনে ফেলেছেন ২০১৩ সালের আসরে ওপেনিংয়ে নেমে লু ভিনসেন্ট-শাহরিয়ার নাফিসের গড়া ১৯৭ রানের রেকর্ড। একইসাথে এই জুটি এখন বিপিএলের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১* রানের জুটি গড়েন। আজ লিটন-তানজিদ সেটা টপকে গেলেন অনায়াসে।
৪৪
৪৪ বলে সেঞ্চুরি করে লিটন হয়েছেন বিপিএলের ইতিহাসে যুগ্ম দ্রুততম সেঞ্চুরিয়ান। ছুঁয়েছেন ক্রিস গেইলকে। ২০১২ সালের বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসের দ্রততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল।
১
বিপিএলের দ্রুততম বাংলাদেশি সেঞ্চুরিয়ান এখন লিটন দাস।
প্রথমবারের মতো বিপিএলের একই ইনিংসে সেঞ্চুরি করলেন দুই ব্যাটার।
৫
পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। এই তালিকায় বাকি নাম- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
৬২
আজ চার ওভার বল করে ৬২ রান দিয়ে এক উইকেট পেয়েছেন শফিউল ইসলাম। বিপিএলের ইতিহাসের খরুচে বোলিংয়ের তালিকায় চতুর্থ।
সারাবাংলা/জেটি