ছেলের বলে ছক্কা, গ্যালারিতে বাবার ক্যাচ
১২ জানুয়ারি ২০২৫ ১৮:২৩
ক্রিকেট মাঠে ছক্কা তো অহরহই হয়। বিশাল সব ছক্কা উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে, মাঝেমধ্যে স্ট্যান্ডে থাকা দর্শকরাও লুফে নেন সেসব বল। তখন তাদের উদযাপন হয়ে দেখার মতো, একজনের ক্যাচ ধরার আনন্দে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। গতকাল বিগ ব্যাশ লিগেও (বিবিএল) নাথান ম্যাকসোয়েনির একটা শটে ছক্কা হওয়ার পর বল উড়ে গেল গ্যালারিতে। বলটা লুফেও নিলেন এক দর্শক।
কিন্তু গ্যালারিতে দর্শকদের ধরা আর দশটা ক্যাচের চেয়ে আলাদা গতকাল অ্যাডিলেডের সেই ক্যাচ। যে দর্শক ক্যাচটা ধরেছেন তার নাম লয়েড হাস্কেট। তবে যার বলে ম্যাকসোয়েনি ছক্কাটা মেরেছেন, সেই বোলারের নাম লিয়াম হাস্কেট। যারা সম্পর্কে বাবা ছেলে। দৃশ্যপটটা এমন, ছেলে বল করে ছক্কা হজম করেছেন, আর গ্যালারিতে উড়ে যাওয়া সেই বল ক্যাচ ধরেছেন বাবা।
ঘটনা গতকাল বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকার্স-ব্রিসবেন হিটস ম্যাচের। ২৫২ রানের লক্ষ্য ব্যাট করতে নামা ব্রিজবেনের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন অ্যাডিলেডের লিয়াম। বিগ ব্যাশ অভিষেকে নিজের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ব্রিজবেনের ব্যাটার ম্যাকসোয়েনি দারুণ এক শটে ছক্কা হজম করেন এই বাঁহাতি পেসার।
মিড উইকেট বাউন্ডারির ওপারের গ্যালারিতে উড়ে যাওয়া সেই বলে পেছনে লাফিয়ে দারুণভাবে তালুবন্দী করেন লয়েড। ক্যাচ ধরার পরপরই অবশ্য বলটা আবার মাঠে ফেরত পাঠান তিনি। যদিও অমন দারুণ ক্যাচের পরও একেবারেই উচ্ছ্বসিত হননি লয়েড। কারণ বোলিংয়ে গিয়ে ছেলে ছক্কা খাচ্ছে, এই দৃশ্য কোন বাবাই বা পছন্দ করবে!
বিগ ব্যাশ অভিষেকে একটু খরুচে বল করেছেন লিয়াম। তিন ওভার বল করে দুই উইকেট পেলেও দিয়েছেন ৪৩ রান। অবশ্য তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচ জিতেছে ৫৬ রানের ব্যবধানে।
সারাবাংলা/জেটি