পাঠ্যবইয়ে নিজের গল্প, জ্যোতি জানতেনই না
১১ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ জানুয়ারি তারিখ দল রওনা হবে ক্যারিবিয়ান দীপপুঞ্জের পথে। সফরের ওয়ানডে সিরিজে উইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশ পাবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট। তবে আজ (শনিবার) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলন শুরু হলো ক্রিকেটের বাইরের একটা প্রশ্ন দিয়ে।
সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ‘গেইম এন্ড স্পোর্টস’ অধ্যায়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জায়গা পেয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ নিয়ে প্রশ্ন হলেজ্যোতি বলেন, এই ব্যাপারে কিছুই জানতেন না তিনি। বরং তিনি জেনেছেন তার মায়ের কাছ থেকে।
‘স্পোর্টস হিরো’ ক্যাটাগরিতে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি নিয়ে জ্যোতি বলেন, ‘না! আমি… (জানতাম না)। গতকাল আম্মু আমাকে বলতেছিল। হয়তো কারও কাছ থেকে শুনেছে। ভালো লাগার বিষয় অবশ্যই। তবে আমার থেকে আমার পরিবার বেশি খুশি এই বিষয়ে।’
২০২৫ সালের সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ‘গেইম এন্ড স্পোর্টস’ অধ্যায় থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, তার জায়গায় যোগ হয়েছে জ্যোতির নাম। সাবেক ফুটবলার ও বাফুফে সভাপতিও ছিলেন এই অধ্যায়ে, তার বদলে আনা হয়েছে ফুটবল দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়াকে। শচিন টেন্ডুলকারের পরিবর্তে পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদের গল্প।
তবে আগে থেকেই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মজুমদার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা ও টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস
সারাবাংলা/জেটি