Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের চেয়ে ঢাকা লিগ কঠিন, বলছেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ১৯:০৪

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে পারভেজ রসূল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)  ক্রিকেট বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যে কেউ বেছে নেবেন। ক্রিকেটের মান, অর্থের ঝনঝনানি, বিদেশি ক্রিকেটারদের ঢল-সহ যাবতীয় মানদণ্ডের সবকিছুতে এগিয়ে এই লিগ। কিন্তু সাবেক ভারতীয় ক্রিকেটার পারভেজ রসূলের মতে আইপিএলে খেলার চেয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলা বেশি কঠিন।

আইপিএলে সব মিলিয়ে ভিন্ন তিনটি দলের হয়ে চার মৌসুম খেলেছেন পারভেজ রসুল। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরবাদের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা এই বোলিং অলরাউন্ডারকে দেখা গেছে বাংলাদেশের ঢাকা লিগেও। গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ড অফ রুপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলেও খেলেছেন চার মৌসুম।

বিজ্ঞাপন

দুই দেশের দুই লিগে এতদিন খেলার সুবাদে বেশ কাছ থেকেই সংস্কৃতিটা খেয়াল করেছেন পারভেজ। ‘অফ স্ক্রিপ্ট’ নামক এক অনুষ্ঠানে পারভেজ বলেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি। ঢাকা লিগে খেলা কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’

ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা পারভেজ আরও বলেন, ‘কোনো নাম বলব না। কিন্তু বেশ কয়েকজন বড় খেলোয়াড় আছেন, যাঁরা সেখানে (ডিপিএল) খেলেছেন এবং ২-৩ ম্যাচ পরই ফেরত পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইপিএল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর