বিপিএলকে আরও জমিয়ে তুলতে আসছেন ড্যানি মরিসন
১০ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
জমে উঠেছে একাদশ বিপিএল। এবারের বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই বড় রান উঠছে। মাঠে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটছে বলে গ্যালারিতে দর্শকদের বাড়তি উপস্থিতি দেখা যাচ্ছে। এবারের বিপিএল এখন পর্যন্ত অনেকটা উৎসবমূখর। বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে আসছেন তারকা ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
নিউজিল্যান্ডের এই তারকা ধারাভাষ্যকার এবারের বিপিএলে আসছেন এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে বিপিএলের ১৫ ম্যাচ হয়ে গেলও দেখা নেই মরিসনের। অবশেষে এই তারকা ধারাভাষ্যকার কবে বিপিএলে যোগ দেবেন তা জানা গেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী ১২ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মরিসন। সেদিনের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের।
বাংলাদেশের আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমির পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি ধারাভাষ্যকার এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। বিদেশিদের তালিকায় আছেন টিনো মায়োয়ো, আমির সোহেল, এইচডি আকারম্যান, স্যার কার্টলি আমব্রোস। তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ড্যানি মরিসন।
সারাবাংলা/এসএইচএস