Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশেপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫

সাব্বির রহমান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সাব্বির রহমান ছিলেন অবিক্রিত। তাকে দলে পেতে আগ্রহ দেখায়নি কোনো দলই। এবার তাকে ড্রাফট থেকে টেনেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু আসরের প্রথম তিন ম্যাচে খেলারই সুযোগ পাননি। কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, শৃঙ্খলা ভাঙার কারণেই জায়গা পাননি ঢাকা একাদশে।

নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা সাব্বির খুব একটা করেননি তার ক্যারিয়ারে। এজন্য নানান ইস্যুতে বেশ সমালোচিত তিনি, দিয়েছেন জরিমানাও। বাংলাদেশের ক্রিকেটে তৈরি হয়েছে তার একটা ‘ব্যাড বয়’ ইমেজও। প্রতিটি ইস্যুতেই ক্ষমা চেয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন নিয়ম না ভাঙার। কিন্তু সাব্বিরের দেখা মিলেছে তার পুরনো রুপেই। তবে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে সুযোগ পেয়ে পারফর্ম করে সাব্বির জানালেন, আশেপাশের কিছু মানুষের জন্যই নাকি তিনি ভালো হতে পারছেন না।

বিজ্ঞাপন

চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে তিনটি চার ও নয়টি বিশাল ছক্কায় খেলেছেন ৮২* রানের বিধ্বংসী এক ইনিংস। ম্যাচ হারার পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির। সেখানেই প্রশ্ন ছুটে যায় তার দিকে, কেন প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেন না একাদশে? শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তোবা বুঝতে পারেননি। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো।’

সাব্বির নিজেও জানেন তার শৃঙ্খলা বিমুখতার কথা। একটা অলিখিত নিয়মই হয়ে গেছে যেন শৃঙ্খলাভঙ্গের অপরদিকে সাব্বিরের নাম থাকাটা। এ নিয়ে তিনি বলেন, ‘যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ সাব্বির রহমান

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর