Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বির ঝড়েও জয়খরা কাটল না ঢাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২২:৪৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২৩:০৫

শত চেষ্টা করেও ব্যর্থতার বৃত্ত যেন ভাঙতেই পারছে না ঢাকা ক্যাপিটালস! একাদশ বিপিএলে ঢাকার প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে একাদশে অদল-বদল। রাজধানীর দলটা একটা জয় খুঁজছে হন্যে হয়ে। কিন্ত হতাশার সেই বৃত্ত আর ভাঙা হচ্ছে না। একাদশ বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল ঢাকা। হারতে হয়েছে আজও।

সাব্বির রহমানের ঝড়ো এক ইনিংসের কল্যাণে আজ চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল ঢাকা। প্রথমে ব্যাটিং করে ১৭৭ রান তুলেছিল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি। তবে জেতা হয়নি ঢাকার। চিটাগং কিংসের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঢাকা।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ খেলা ঢাকার এটা পঞ্চম হার। অপর দিকে তিন ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে বসেছে চিটাগং।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৭ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রতিপক্ষকে কখনোই চেপে ধরতে পারেনি ঢাকা ক্যাপিটালসের বোলিং আক্রমণ। পাওয়ার প্লেতে ৫৫ রান তুলে ফেলেন চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান।

ইমন ১৬ বলে ১৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তিনে নেমে উসমানকে ভালো সঙ্গ দিয়েছেন চিটাগংয়ের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় উইকেটে দুজনের ৩০ বলে ৫৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের হাতেই রেখেছিল চিটাগং। এই দুজন ফেরার পর বাকি কাজটা সহজেই সেরেছেন মোহাম্মদ মিঠুন ও শামীম পাটোয়ারী।

গ্রাহাম ক্লার্ক ৩ চার ১ ছয়ে ৩২ বলে ৩৯ রান করে ফিরেছেন। উসমান খান আউট হয়েছেন ৩৩ বলে ৫৫ রান করে। এই রান করার পথে ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন পাকিস্তানি ব্যাটার। এরপর মিঠুন ও শামীম পাটোয়ারি চতুর্থ উইকেটে ১৭ বলে অপরাজিত ৩৬ রানের জুটি গড়ে ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শামীম মাত্র ১৪ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ১টি। মোহাম্মদ মিঠুন ২২ বলে দুটি করে চার-ছয়ে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ঢাকার ইনিংসটা গড়েছে সাব্বির রহমানের ব্যাটে। অনেকদিন যাবত আলোচনার বাইরে থাকা সাব্বিরকে এবার বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস কিনে বেশ আলোচনারই জন্ম দিয়েছিল। কিন্তু শুরুতে ঢাকার কয়েকটা ম্যাচ খেলতে পারেননি সাব্বির। তার বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ।

সেই শাস্তি শেষে গত ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ৭ বলে করেছিলেন মাত্র ২ রান। আজ কিছু একটা করে দেখাতেই হতো সাব্বিরকে। হার্ডহিটার তারকা ব্যাটার সেটা করলেনও। যখন ক্রিজে নেমেছিলেন ঢাকা তখন সংগ্রাম করছিল ব্যাটিংয়ে। প্রথম দশ ওভারে কেবল ৬৩ রান তুলেছিল ঢাকা।

সিলেটের ব্যাটিং সহায়ক ক্রিজে এই রান মোটেও ভালো নয়। সাব্বির ক্রিজে নামার পরই দৃশ্যাপট পরিবর্তন হয়ে যায়। প্রথম ৯ বলে মাত্র ৪ রান করা সাব্বির পঞ্চম বলটাতে ছক্কা মেরে দেন। তারপর আর থামেননি। ইনিংসের শেষ অবদি রীতিমতো অসহায় বানিয়েছেন চিটাগং কিংসের বোলিং আক্রমণকে।

শেষ পর্যন্ত ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। সাব্বির আজ ছক্কা মেরেছেন ৯টি! আর চার ৩টি। তানজিদ হাসান তামিম ৪৮ বলে ৪টি চার ২টি ছক্কায় ৫৪ রান করেছেন। লিটন কুমার দাসকে একাদশের বাইরে রেখে আজ মাঠে নেমেছিল ঢাকা। তবে তার বদলে ওপেনিং করতে নামা জেসন রয় আজও রান পাননি। ৪ বলে ১ রান করে আউট হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার।

সারাবাংলা/এসএইচএস

চিটাগং কিংস ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর