পিএসএল ড্রাফট: সাকিব-মোস্তাফিজরা কে কোন ক্যাটাগরিতে?
৯ জানুয়ারি ২০২৫ ২০:০৬
আগামী ১১ জানুয়ারি বালুচিস্তানের গাদার শহরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। পিএসএলের দশম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম দেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। তাদেরকে আলাদা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি ক্রিকেটারদের নাম আগেই জানা গিয়েছিল।
প্লাটিনাম ক্যাটাগরি : সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান
গোল্ড ক্যাটাগরি: লিটন দাস, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ রিয়াদ, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।
সিলভার ক্যাটাগরি: আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়,আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, ইয়াসির আলী
সারাবাংলা/জেটি