Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ইতিহাসে শান্তই যেখানে প্রথম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৮:৪০

দুই ম্যাচ ধরে বিপিএলে উইকেটকিপিং করছেন নাজমুল হোসেন শান্ত

ব্যাটিংটা তার মূল কাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে বল করতেও দেখা গেছে। বাকি ছিল উইকেটকিপিং করা, সেটাও করে ফেললেন এবার নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের টিম কম্বিনেশন আর মুশফিকুর রহিমের আঙুলের চোটের জন্যই তাকে দেখা দুই ম্যাচ ধরা দেখা যাচ্ছে উইকেটের পেছনে।

গত মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচে গ্লাভস হাতে নেমেছিলেন শান্ত। সেই ম্যাচে কোনো ক্যাচ ধরা বা স্টাম্পিং করতে না পারলেও আজ রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন দুটো ডিসমিসাল। এতেই বিপিএলের ইতিহাসের অনন্য এক ইতিহাসের পাতায় প্রথম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন শান্ত। বিপিএলে কমপক্ষে এক রান, এক উইকেট, একটি করে ক্যাচ ও স্টাম্পিং করা প্রথম ক্রিকেটার তিনি।

বিজ্ঞাপন

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই তানভীর ইসলামের বলে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে যান অ্যালেক্স হেইলস। তখনই স্টাম্প ভেঙে দেন শান্ত, স্টাম্পিং হয়ে ফিরে যান হেইলস। এরপর ইনিংসের শেষদিকে শাহীন শাহ আফ্রিদির বলে ইফতিখার আহমেদের ক্যাচও নেন শান্ত। সব মিলিয়ে দুই ম্যাচ শেষে উইকেটকিপার শান্তর ঝুলিতে দুটি ডিসমিসাল।

বিপিএলে এখন পর্যন্ত আলাদা চারটি দলের জার্সিতে মোট ৮৪ ইনিংসে ব্যাট করে শান্তর সংগ্রহ ১৮০৭ রান। পার্ট টাইম অফ স্পিনে উইকেট নিয়েছেন ছয়টি। ২০১৬-১৭ মৌসুমের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নেন দুই উইকেট। ২০২১-২২ মৌসুমে ফরচুন বরিশালের হয়ে তিনটি এবং ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নেন এক উইকেট।

শান্তর এই ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য আলো কেড়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৯৮ রানের লক্ষ্য ছিল তাদের সামনে, শেষ ওভারে জয়ের জন্য রংপুরের লাগত ২৬ রান। ব্যাটিং বীরত্বে শেষ ওভারে ৩০ রান তুলে দলকে দারুণ এক জয় এনে দেন সোহান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর