মায়ার্স ঝড়ে রংপুরকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বরিশাল
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫১
টস হেরে ব্যাটিং করতে নামা ফরচুন বরিশালকে মোটামুটি ভালো একটা শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল খান ও নাজমুল হোসেন শান্ত। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে উড়তে থাকা রংপুর রাইডার্সের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন কাইল মায়ার্স। দারুণ সঙ্গ দিয়েছেন ফাহিম আশরাফ ও তাওহিদ হৃদয়। সব মিলিয়ে রংপুরের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বরিশাল।
একাদশ বিপিএলের ১৩তম ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছে ফরচুন বরিশাল। এবার বিপিএলে দুদলের প্রথম দেখায় বরিশালকে হারিয়ে দিয়েছিল রংপুর। আজ বড় সংগ্রহ গড়ে বরিশাল তার বদলা নিতে পারে কিনা দেখার বিষয়!
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত শুরুতে সংগ্রাম করেছেন রানের জন্য। তামিম ইকবালের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারটা মেডেন আদায় করে নিয়েছেন শেখ মাহেদি। মাহেদি নতুন বলে দারুণ বোলিং করেছেন।
তবে কিছু সময় নেওয়ার পর রান তুলেছেন তামিম-শান্ত। দশ ওভারে দুজনের ওপেনিং জুটি ছিল ৮১ রানে। তামিম-শান্ত ফিরেছেন পরপর। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ আউট হওয়ার আগে ৩০ বলে ৪টি চার ১টি ছয়ে ৪১ রান করেছেন শান্ত। ৩৪ বলে ৪টি চার ২টি ছয়ে ৪০ রান করা তামিম খানিকক্ষণ ফিরেছেন সেই রাব্বির বলেই।
তবে এই দুজনের বিদায়টা বুঝতেই দেননি কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয়। গত ম্যাচে বিধ্বংসী এক জুটি গড়েছিলেন দুজন। আজও যেন শুরু করলেন সেখান থেকেই! নিজের মোকাবিলা করা প্রথম বলটাই ছক্কা হাঁকানো মায়ার্স ইনিংসের শেষ পর্যন্ত রংপুরের বোলারদের নাভিশ্বাস তুলেছেন।
হৃদয়ের আজকের ইনিংসটা বড় হয়নি। ১৮ বলে একটি করে চার-ছয়ে ফিরেছেন ২৪ রান করে। মুশফিকুর রহিমের বদলে পাঁচে নেমে মাহমুদউল্লাহ রান পাননি। ৪ বলে ফিরেছেন ২ রান করে। তবে শেষ দিকে ফাহিম আশরাফ একটা ক্যামিও খেলেছেন। উল্টো পাশে কাইল মায়ার্সের ঝড় অব্যাহতই ছিল।
২০ ওভারে ১৯৭ রানে গিয়ে থেমেছে বরিশাল। মায়ার্স তখন ৬১ রানে অপরাজিত। এই রান করতে ২৯ বল খেলে ১টি চার আর ৭টি ছক্কা হাঁকিয়েছেন মায়ার্স। ফাহিম আশরাফ মাত্র ৬ বলে করেছেন ২০ রান।
রংপুরের হয়ে কামরুল ইসলাম রাব্বি ২ উইকেট পেলেও ৩ ওভারে খরচ করেছেন ৪৭ রান। নাহিদ রানা ৪ ওভারে ৪ রান খরচায় উইকেট পাননি।
সারাবাংলা/এসএইচএস