শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪
গত এক দশকের কথাই একটু মনে করুন, বিরাট কোহলিকে শেষ কবে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা দশের বাইরে দেখেছেন? কিছু উদাহরণ হয়তো দেখানো যাবে। কিন্তু তাই বলে শীর্ষ ২৫ ব্যাটারের মধ্যেও থাকবেন না? এমনটাই হলো আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদের পর। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৭তম অবস্থানে। গত এক যুগের ক্যারিয়ারে র্যাংকিংয়ে এত নিচে আর নামেননি কোহলি।
এর আগে সর্বশেষ ২০১২ সালের ডিসেম্বরে টেস্ট র্যাংকিংয়ে কোহলির অবস্থান ছিল ৩৬। অবশ্য সেটা ছিল তার ক্যারিয়ারের শুরুর দিককার ঘটবা। তবে এক যুগের ব্যবধানে এবারই প্রথম সেরা ২৫-এর বাইরে সাবেক এই ভারত অধিনায়ক।
সময়টা একেবারেই পক্ষে নেই কোহলির। বোর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে সেঞ্চুরি করলেও বাকি চার টেস্টে হাসেনি তার ব্যাট। কোহলির সাথে র্যাংকিংয়ে অবনমন হয়েছে অধিনায়ক রোহিত শর্মারও। দুই ধাপ পিছিয়ে এখন ৪২তম তিনি। এই সিরিজের পারফরম্যান্স দিয়ে সেরা দশে ফিরেছেন রিশাভ পান্ট। এই উইকেটকিপার ব্যাটারের অবস্থান এখন নবম।
সারাবাংলা/জেটি