Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন তো বুমরাহ?

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ২০:০৩

জাসপ্রিত বুমরাহ ও ভারত কোচ গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হারা বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে একাই লড়েছেন জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন সিরিজ সেরা। কিন্তু সিডনিতে সিরিজের শেষ টেস্ট চলাকালীন চোট নিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার। ম্যাচের মাঝপথেই চলে যান হাসপাতালে। সেখানে স্ক্যান করানোর পর জানা যায়, পিঠের মাংস পেশিতে চোট পেয়েছেন তিনি। তবে বুমরাহর চোট কোন গ্রেডের চোট, সেটা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। এতে করে অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সেরা বোলারকে পাওয়া নিয়ে খানিকটা শংকাতেই পড়ল ভারত।

বিজ্ঞাপন

সিডনি টেস্টে পাওয়া চোট ঠিক কতটা গুরুতর এখনো জানা যায়নি। যদি গ্রেড-১ ইনজুরি হয়, তাহলে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। আর গ্রেড-২ ধরনের ইনজুরি হলে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। গ্রেড-৩ ইনজুরিতে পড়লে সেটা বেড়ে হবে ছয় মাস। চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। প্রাথমিক দল আইসিসিতে পাঠানোর শেষ সময় আগামী ১২ জানুয়ারি। তবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন করার সুযোগ পাবে সবাই।

বিজ্ঞাপন

জানা গেছে, বুমরাহকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করবে ভারত। দলে পরিবর্তন আনার শেষদিনের আগেই অবশ্য বুমরাহর চোটের ধরণ নিয়ে নিশ্চিত হয়ে যাবে বোর্ড। সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটার দলে নেয়ার সুযোগও থাকছে ভারতের সামনে।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জাসপ্রিত বুমরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর