Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে ফেরার সিদ্ধান্তে বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৮:১৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৮:১৮

তামিম ইকবাল

‘তামিম ইকবাল কি জাতীয় দলে ফিরবেন?’, ‘চ্যাম্পিয়নস ট্রফির দলে কি তামিম ইকবালকে দেখা যাবে?’, বাংলাদেশের ক্রিকেটে এই প্রশ্নগুলো দীর্ঘদিনের। কিন্তু তামিম, বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্ট- কোনো পক্ষ থেকেই আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। আজ (বুধবার) এই ব্যাপারে তামিমের সিদ্ধান্ত জানতে সিলেট ছুটে যান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুই দফায় তামিমের সাথে বৈঠকও করেছেন। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তামিম। বিপিএলের ডামাডোলে চিন্তাভাবনা করার জন্য আরও সময় নিয়েছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে দুই দফায় বৈঠকে প্রধান নির্বাচক লিপুর সাথে  নির্বাচক প্যানেলের বাকি দুই সদস্য হান্নান সরকার-আব্দুর রাজ্জাকও। প্রথম দফার বৈঠকের পর তামিম জানিয়ে দেন জাতীয় দলে ফিরছেন না তিনি। তবে এর কিছুক্ষণ পর আবারও তার সাথে বৈঠকে বসেন নির্বাচকরা। সেই বৈঠকের পর আগের সিদ্ধান্ত বাতিল করে নতুন করে ভাবার জন্য সময় নিয়েছেন তামিম।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় আগামী রোববার। স্কোয়াড ঘোষণার পর অবশ্য চাইলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। সেক্ষেত্রে তামিম আবার দলে ফেরার ইচ্ছা পোষণ করলে ফেরার সুযোগ থাকছে তার চ্যাম্পিয়নস ট্রফিতে। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তামিম।

জানা গেছে প্রধান নির্বাচক সিলেটে যাওয়ার আগের রাতে তামিমের সঙ্গে কথা বলে তাকে ফেরার অনুরোধ জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্বাচকদের সাথে প্রথম দফায় বৈঠকের পর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও কথা বলেন তামিমের সাথে।

তামিমের সাথে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক লিপু। তিনি বলেন, ‘বেশ কিছু ব্যাপারে আমরা খোলামেলা কথা বলেছি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে অবশ্যই। বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, জাতীয় দল, বিপিএল, সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

জাতীয় দলের ফিরবেন কিনা, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তামিমের সময় চেয়ে নেয়ার সম্ভাব্য কারণ হিসেবে লিপু বলেন, ‘আমাদের যেমন আমাদের ওপর বোর্ড আছে। বোর্ডের তরফ থেকে আমরা এসেছি। এখানে কোনো অসুবিধা নাই। পাশাপাশি খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এ সমস্ত ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ-আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে, সময় আছে, তাকে সময় নিতে দেই, তাড়াহুড়োর কিছু নেই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।’

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর