রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২০:৪০
টস হেরে ব্যাটিং করতে নামা সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ছিল উড়ন্ত। ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ৭ ওভারে ৭০ রান তুলে ফেলেছিল দলটি। এর মধ্যে শাহিন শাহ আফ্রিদির এক ওভার থেকেই এসেছে ২১ রান। কিন্তু পাকিস্তানের আরেক পেসার জাহানদাদ খান ও বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন আক্রমণে আসতেই যেন খেই হারিয়ে ফেলল সিলেট!
পরপর উইকেট তুলে নিয়ে উড়তে থাকা সিলেটের কোমড় ভেঙে দিয়েছেন জাহানদাদ-রিশাদ। শেষ দিকে অধিনায়ক আরিফুল ইসলাম কার্যকারী একটা ইনিংস খেললেন বটে। কিন্তু সেটা সিলটকে শক্ত অবস্থানে নিতে পারেনি। ফরচুন বরিশালের বিপক্ষে ১২৫ রানে গুটিয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় সিলেট। তবে রাকিম কর্নওয়েল, জর্জ মানজেরা ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। যাতে প্রত্যাশিত রান উঠছিল। রাকিম কর্নওয়েল ১২ বলে ৪টি চারে ১৮ রান করে ফিরলে জাকির হাসান নেমেও পাল্লা দিয়ে রান তুলছিলেন। কিন্তু ইনিংসের নবম ওভারে পাকিস্তানি পেসার জাহানদাদ আক্রমণে আসতেই যেন পাল্টে গেল ম্যাচের গতিপত!
একই ওভারে জর্জ মানজে ও অ্যারোন জোন্সকে ফেরান জাহানদাদ। মানজে ফেরার আগে ১৩ বলে ১ চার ৩ ছয়ে ২৮ রান করেন। আর জোন্স ফিরেছেন শূন্য রানে। পরের ওভারে ২৬ বলে ২৫ রান করা জাকির হাসানকে ফেরান রিশাদ হোসেন। খানিক বাদে জাহানদাদ ফর্মে থাকা জাকের আলি অনিককে (১) ফেরালে সিলেটের শক্ত স্কোর গড়ার সম্ভবনা সেখানেই অনেকটা কমে গেছে।
শেষ দিকে অধিনায়ক আরিফুল হক খানিকক্ষণ ধরে খেললেন বলে একশর ওপারে যেতে পেরেছে সিলেট। আরিফুল ১৯তম ওভারে ফেরার আগে ২৯ বলে ১ চার ৩ ছয়ে ৩৬ রান করেছেন। ১৮.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে সিলেট।
বরিশালের হয়ে জাহানদাদ ৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন ৪ ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। বরিশালের অপর পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ২৩ রানে নিয়েছেন ২ উইকেট।
সারাবাংলা/এসএইচএস