Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোমেন্টাম না পাওয়ার আক্ষেপ মোসাদ্দেকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২০:০৩

ঢাকা ক্যাপিটালস

এবারের বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালসকে ঘিরে দর্শক-সমর্থকদের আগ্রহের কমতি ছিল না মোটেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা থেকে শুরু করে থিম সং; সবকিছুতেই নজর কেড়েছে দলটি। যদিও কেন্দ্রবিন্দুতে ছিলেন দলটির মালিকানা নেয়া চিত্রনায়ক শাকিব খান। তবে মাঠের ক্রিকেটে উল্টোরথে তার দল। টানা চার ম্যাচ হেরেছে টুর্নামেন্টে। এই ব্যর্থতার নেপথ্যে মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, মোমেন্টাম না পাওয়ার কথা। ।

বিজ্ঞাপন

আজ সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে আসরে নিজেদের চতুর্থ ম্যাচ হারল ঢাকা। প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রানে অল আউট হয় দলটি। জবাবে ৭ উইকেট হাতে রেখে সহজ লক্ষ্য টপকে যায় রংপুর। এমন হারের পর সংবাদ সম্মেলনে আসেন টুর্নামেন্টের মাঝপথে ঢাকার স্কোয়াডে যোগ দেয়া মোসাদ্দেক।

টানা এই ব্যর্থতার কারণ জানাতে গিয়ে ঢাকার এই অলরাউন্ডার বলেন, ‘আসলে একটু কঠিন, একটা মোমেন্টাম না পাওয়া পর্যন্ত আসলে একটু কঠিন হয়। সবাই চেষ্টা করছে। সবাই অনুশীলনেও চেষ্টা করছে জেতার জন্য। হয়ত এটা আসছে না। একটা ম্যাচ জিততে পারলে হয়ত সেটা চলে আসবে। ফ্র্যাঞ্চাইজিতে আসলে মোমেন্টামের খেলা। যে দল শুরুতে মোমেন্টাম পেয়ে যায় প্রথম থেকেই তাদের জন্য সহজ হয়ে যায়। আমার এটাই মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে। যদি একটা ম্যাচ জিতে যাই তাহলে ওভারকাম করতে পারব।’

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর