মার্চ পর্যন্ত চুক্তি বাড়ছে কাবরেরার?
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে চুক্তি ছিল কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু বাফুফে থেকে চুক্তি নবায়ন নিয়ে জানানো হয়নি কিছুই। এরপর কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে সেটা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে বাফুফে সূত্রে জানা গেছে, তিন মাসের জন্য এই স্প্যানিশ কোচের সাথে চুক্তি নবায়ন করছে বাফুফে। অপেক্ষা এবার আনুষ্ঠানিক ঘোষণার।
বাফুফে সুত্রের বরাত দিয়ে একাধিক শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাবরেরা। পূর্ব পরিকল্পনামাফিক বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই কোচের চুক্তি নবায়নের বিষয়টির সুরাহা করেছেন। জানা গেছে, আজ লন্ডনে যাবেন তাবিথ, ফিরবেন ১০ দিন পর।
এই চুক্তি নবায়নে মতামত নেয়া হয়েছে কাবরেরারও। স্বল্প মেয়াদের চুক্তিতে সম্মত হওয়া কাবরেরার বেতন ও অন্যান্যা সুযোগ-সুবিধা আগের মতোই থাকবে। যদিও কেন তিন মাসের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানায়নি বাফুফে।
জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে আলোচনা চলছে গত বছরের নভেম্বরের ফিফা উইন্ডো থেকেই। নতুন কোচ আসবেন নাকি কাবরেরার ওপরই ভরসা রাখবে বাফুফে-এ নিয়েই ছিল দোলাচল। নতুন কাউকে পায়নি বাফুফে, সে ব্যাপারে তাই আলোচনাও নেই।
সারাবাংলা/জেটি