Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল পাল্টেও ভাগ্য পাল্টালো না ঢাকার, রংপুরের পঞ্চম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৭:১১

দশম বিপিএলে টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। সেই ফ্র্যাঞ্চাইজির নাম অবশ্য ছিল দুর্দান্ত ঢাকা। এবার নাম পাল্টে নাম হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে দুঃসময় যেন পিছু ছাড়ছে না ঢাকার ফ্র্যাঞ্চাইজিরিটির। এবারের বিপিএলে ৪ ম্যাচ খেলে টানা ৪ ম্যাচেই হেরেছে ঢাকা ক্যাপিটালস।

টানা তিন ম্যাচ হারার পর আজ চতুর্থ ম্যাচে দলে বড় পরিবর্তন এনেছিল ঢাকা। আজ একাদশে ছয় পরিবর্তন এনেছিল ঢাকা। কিন্তু সেটা যেন আরও বড় সমস্যার কারণ হলো! রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। পরে জবাব দিতে নেমে সহজেই ম্যাচ জিতেছে রংপুর।

বিজ্ঞাপন

৪০ বল আর ৭ উইকেট নিয়ে হাতে রেখে ম্যাচে জয় নিশ্চিত করেছে রংপুর। চলতি বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতল রংপুর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার ১১১ রানের জবাব দিতে নেমে শুরুতেই তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। বিপিএলের শুরু থেকে রানের জন্য সংগ্রাম করা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম আজ ১৪ বলে ৫ রান করে ফিরেছেন।

তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজও দুর্দান্ত ব্যাটিং করেছেন। আগের ম্যাচের দারুণ একটা ইনিংস খেলা সাইফ হাসান ও পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদ রান পাননি। তবে পাঁচে নেমে খুশদিল শাহ দারুণ ব্যাটিং করেছেন। ১৩.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৩ রান তুলে ফেলে রংপুর।

অ্যালেক্স হেলস ২৭ বল খেলে ৪টি চার ৩টি ছয়ে ৪৪ রান করেছেন। আর খুশদিল শাহ ১৩ বলে ৪টি চার ১টি ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ঢাকার ব্যাটিংটা হয়েছে ছন্নছাড়া। বিশ্বকাপজয়ী জেসন রয় প্রথমবার আজ ঢাকার হয়ে খেলতে নেমেছিলেন। সুবিধা করতে পারেননি ইংলিশ ওপেনার। শেখ মাহেদির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১২ বলে ১৮ রান করে ফিরেছেন। সাব্বির রহমান (৭ বলে ২ রান), মোসাদ্দেক হোসেন সৈকত (৯ বলে ১২ রান) একাদশে ঢুকেছেন তবে রান পাননি।

বিজ্ঞাপন

অফ ফর্মে থাকা লিটন দাস (১৩ বলে ৯ রান) আজও ব্যর্থ। বড় রান পাননি তানজিদ হাসান তামিমও (১৬ বলে ২০ রান)। রংপুরের গতিময় পেসার নাহিদ রানা, পাকিস্তানের পেসার আকিফ জাভেদ ও খুশদিল শাহরা নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়েছেন।

১৬.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা। দুটি করে উইকেট নিয়েছেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

সারাবাংলা/এসএইচএস

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর