Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকেরের ক্যামিওতে মুগ্ধ সিলেট কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২০:২৩

জাকের আলী অনিক

সাদা বলে বাংলাদেশ জাতীয় দলের ফিনিশিংয়ের ভরসা হয়ে উঠছেন জাকের আলী অনিক। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের সর্বশেষ ম্যাচে খেলেন ৪১ বলে ৭২* রানের দুর্দান্ত এক ইনিংস। জাতীয় দলের সেই ফর্ম বিপিএলেও ধরে রেখেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ডানহাতি ব্যাটার। আজ (সোমবার) রংপুর রাইডার্সের বিপক্ষে ছয় নম্বরে নেমে ৫ বলে ৩ ছক্কায় খেলেছেন ২০ রানের ইনিংস। তার এই ক্যামিওর সাথে জাকির হাসান, রনি তালুকদারের ফিটিতে ঘরের মাঠে দুশো পেরিয়ে যায় সিলেট।

বিজ্ঞাপন

যদিও অ্যালেক্স হেইলস-সাইফ হাসানের ব্যাটিং তাণ্ডবে এক ওভার আগেই ম্যাচ হেরেছে সিলেট। তবে ম্যাচ শেষে দলের কোচ মাহমুদ ইমনের কাছ থেকে প্রশংসা পেয়েছেন জাকের। ইমন বলেন, ‘অবশ্যই, জাকের আলীর সর্বশেষ বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখেছি ওর ইন্টেন্টটা। এটার ধারাবাহিকতা বিপিএল এবং বাংলাদেশ দলেও যেন বজায় থাকে। এটা আমাদের দেশের জন্য বাংলাদেশের দলের জন্য ভালো ব্যাপার হবে।’

দুশোর বেশি রান করেও ম্যাচ হারার পর কারণ ব্যাখা করতে গিয়ে কোচ ইমন জানান, একজন বোলারের কমতি ছিল তাদের একাদশে। একইসাথে ছোট বাউন্ডারির ব্যাপারটিও তাদের বিপক্ষে গেছে, ‘প্রথম দিকে আমাদের প্ল্যানিং অনুযায়ী ছিল। উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যান সেখানে আমরা সফল ছিলাম। ২০৫ আমাদের প্ল্যানে ছিল। পরে যে উইকেট, বাউন্ডারি ৬৫ মিটার। এর মধ্যে আসলেই কঠিন হয়েছে ডিফেন্ড করা। আমাদের সত্যিকার অর্থে বোলার শর্ট ছিল একজন, এখানেই আমরা পিছিয়ে গেছি।’

সারাবাংলা/জেটি

জাকের আলী অনিক বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর