Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাউদ্দিনের সাথে কাজ করে বিপিএলে সফল সাইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২০:০৯

সাইফ হাসান

সাকিব আল হাসান থেকে শুরু করে দেশের যেকোনো তরুণ ক্রিকেটার; প্রায় সবারই শেষ ভরসার নাম মোহাম্মদ সালাউদ্দিন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে দেশের বড় তারকাদের দেখে এসেছেন এই কোচ, বর্তমানে কর্মরত আছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে। দেশ সেরা এই কোচের সাথে কাজ করেই এবারের বিপিএলে সফল হয়েছেন বলে জানিয়েছেন,  আজ (সোমবার) রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়ানো সাইফ হাসান।

ঘরোয়া সার্কিটের সাদা বলের ক্রিকেটে অত নামডাক কখনোই ছিল না সাইফের। তবে এবার রংপুরের হয়ে দারুণ ছন্দে আছেন এই ডানহাতি ব্যাটার। ৪ ইনিংসে ১৮৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেছেন ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসের সাথে অ্যালেক্স হেইলসের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের দেয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই টপকে গেছে রংপুর। ৮ উইকেটের এই জয়ে টানা চার ম্যাচ জিতল দলটি, রইল পয়েন্ট টেবিলের শীর্ষে।

বিজ্ঞাপন

এমন দুর্দান্ত এক জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন সাইফ।  সেখানেই জানান, এবারের বিপিএলে বেশ পরিকল্পনা করেই এসেছেন তিনি, ‘বিপিএলের আগে অবশ্যই পরিকল্পনা ছিল। আমি সালাউদ্দি স্যারের সাথে কাজ করেছি। স্যার আমাকে অনেক ব্যাক করেছে, দলের অনেকেই ব্যাক করেছে।’

জাতীয় দলের হয়ে টেস্ট আর টি-টোয়েন্টি খেলেছেন সাইফ। ঘরোয়া সার্কিটে অবশ্য খেলছেন দীর্ঘ দিন ধরেই। জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে নিজের সেরাটা দিতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দিয়েছেন বলেই তার ধারণা, ‘সাদা বলে খারাপ পারফরম্যান্স আমি দেখি না। আমি তো আল্লাহ রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখন সুযোগ পেয়েছি, ভালো করেছি। বিপিএলে যখন সুযোগ পেয়েছি…এবার রংপুর রাইডার্স যেহেতু আমার ওপর বিশ্বাস রেখেছে, ওদের ঘরোয়া লিগে ভালো খেলেছি। এমন না যে আমি খারাপ করে এসেছি, আমি যখনই সুযোগ পেয়েছি ভালো খেলার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স সাইফ হাসান সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর