কোহলিকে ‘রিসেট বাটন’ চাপতে বললেন ডি ভিলিয়ার্স
৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৯
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দীর্ঘ ১১ বছর আইপিএলে খেলেছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। জুটি বেধে দলকে জিতিয়েছেন কত ম্যাচ। সেই সূত্রে দুই দেশের দুই ক্রিকেটারের বন্ধুত্বটাও দারুণ। তাই ব্যাট হাতে দুঃসময় কাটাতে থাকা কোহলিকে ‘রিসেট বাটন’ চাপার পরামর্শ দিয়ে সব কিছু নতুনভাবে শুরু করতে বললেন ডি ভিলিয়ার্স।
সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান তুলেছেন কোহলি। আছে একটি সেঞ্চুরি। তবে সব ছাপিয়ে কোহলির হাইলাইটস বারবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপ কর্ডন কিংবা উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আসা। এর সাথে অস্ট্রেলিয়ার দর্শক ও খেলোয়াড়দের সাথে ঝামেলায় জড়িয়েও অস্ট্রেলিয়ান মিডিয়ায় বেশ কবার শিরোনাম হয়েছেন কোহলি।
তাই প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্সের চাওয়া, প্রতিপক্ষের সাথে যেন ঝামেলায় না জড়ান এবং একইসাথে মানসিকভাবে স্থির হয়ে যেন প্রতিটি বল খেলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক ভিডিও পোস্ট করে সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি মনে করি, প্রতিটি বলের পরই তার মানসিকভাবে নতুন করে গুছিয়ে ওঠা উচিত। বিরাট লড়তে ভালোবাসে। কিন্ত যখন একজন নিজেকে হারিয়ে খুঁজে তখন সেসব একপাশে সরিয়ে রাখা উচিত। একজন ব্যাটার হিসেবে আমি মনে করি, প্রতিটা বলের পরই নতুনভাবে চিন্তা করা উচিত।’
কোহলির নিজের ওপর প্রত্যাশার চাপটাও কমানো উচিত বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘আমার মনে হয়, কোহলি মাঝেমাঝেই ভুলে যায় নতুন করে ভাবতে। কারণ মাঠের সবকিছুতেই ওর অংশগ্রহণ চাই। ও পুরো ভারতকে দেখাতে চায়, তাদের জন্যই লড়তে নেমেছে সে।’
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে ধুঁকলেও কোহলির আগ্রাসন থেমে থাকেনি। মাঠ কিংবা মাঠের বাইরে জড়িয়েছেন তর্কে। প্রতিপক্ষের দর্শক, নারী সাংবাদিক, ক্রিকেটার; সবার সাথেই লড়েছেন কোহলি। বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে জরিমানাও গুনেছেন।
সারাবাংলা/জেটি