এক জয় এক হার, চিন্তিত নয় বরিশাল
৫ জানুয়ারি ২০২৫ ২২:১০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২২:১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। নতুন বিপিএলে এখন পর্যন্ত তারকাবহুল দলটার যাত্রা ভালো-মন্দ মিশেলে। দুই ম্যাচ খেলে বরিশাল জিতেছে একটি, হেরেছেও একটি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রান তাড়া করে জিতেছিল বরিশাল। তবে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানেই গুটিয়ে গিয়ে হেরেছে বড় ব্যবধানে। এই হারে অবশ্য চিন্তার কিছু দেখছেন না বরিশালের ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স।
আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট পর্বের প্রথম দিনেই মাঠে নামছে বরিশাল, প্রতিপক্ষ সেই দুর্বার রাজশাহী। আজ অনুশীলন করেছে বরিশালের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অলরাউন্ডার মায়ার্স।
বলেছেন, ‘মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’
রংপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা হারা বরিশাল ঘুরে দাঁড়াতে মরিয়া। মায়ার্স বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে মুখিয়ে আছেন তারা, ‘নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’
এবারের বিপিএলে ঢাকা পর্বে প্রচুর রান উঠেছে। ঢাকা পর্বে সচরাচর যেটা দেখা যায় না। বিপিএলে রানের উইকেট তৈরিতে বাড়তি মনোযোগ ছিল বিসিবির। মায়ার্স মনে করছেন, সিলেটেও ভালো রান হবে।
ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেন, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।’
সারাবাংলা/এসএইচএস