Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি সভাপতির বিপক্ষে পরিচালকের অভিযোগ, সভাপতি বললেন ‘ভুল বোঝাবুঝি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২০:৪২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২৩:০৭

একটা চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল কিছুদিন ধরে। সেটাকে সামনে নিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঠিকভাবে কাজ করতে না পারার অভিযোগ তোলেন ফাহিম। বয়োজৌষ্ঠ এই ক্রিকেট ব্যক্তিত্বের অভিযোগ বিসিবির পরিচালক ফারুক আহমেদের দিকে। এদিকে, বিসিবি সভাপতি পরে বলেছেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। এবং সেটা সমাধান হয়ে গেছে।

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালক আসেন বিসিবিতে। একজন ফারুক আহমেদ অন্যজন নাজমুল আবেদিন। ফারুক আহমেদ পরে সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন বোর্ডে  ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই সরব উপস্থিতি দেখা গেছে নাজমুল আবেদিনের।

দুজনের মধ্যে চলমান সমস্যাটা আজ প্রকাশ্যে এনেছেন নাজমুল আবেদিন। বিসিবি সভাপতির এক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফাহিম বলেছেন, ‘বলতে চাই না মন্তব্যটা কী ছিল। সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেখানে অনেক লোক উপস্থিত ছিল। সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমাকে সেভাবে তাঁর আস্থায় নিচ্ছেন না।’

এ সময় বোর্ড থেকে পদত্যাগের ইঙ্গিতও দেন ফাহিম, ‘অনেক সময় মনে হয় আমি বোর্ডে না থাকলেই ভালো। কারণ আমি বোর্ডের বাইরে থেকে যেভাবে কাজ করতে পারি, যে ধরনের আলাপ-আলোচনা করতে পারি, সেটা বোর্ডে থেকে আমার পক্ষে করা সম্ভব না। বোর্ডে থাকলে আমাকে কাজ করতে হবে।’

ফাহিমের এমন কথায় ক্রিকেটপাড়ায় রীতিমতো হইচই পরে যায়। তবে নিজের অবস্থান পরিস্কার করতে দেরি করেননি বোর্ড সভাপতি ফারুক আহমেদ। প্রথমে বেসরকারি দুটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তার সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিমও। বলেছেন, ভুল বোঝাবুঝি ছিল এবং সেসব সমাধান হয়ে গেছে।

পরে সকল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান। বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছেন এভাবে, ‘আমাদের এই নতুন বোর্ডে দুজন বোর্ড ডিরেক্টর যুক্ত হয়েছেন একজন আমি, অন্যজন উনি (নাজমুল আবেদিন)। আমি মনে করি আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো অসন্তুষ্টি থাকে… একটা দলও যখন খেলে আপনি দেখবেন সবাই কিন্তু সবার বেস্ট ফ্রেন্ড হয় না। যদি কিছু হয়ে থাকে সেটা যাতে বড় না হয়, ঠিক করে ফেলতে পারি সেটা ভালো। অসন্তুষ্টি যদি কারও মধ্যে থাকে যে ব্যাপারে অসন্তুষ্টি আমার সাথে এসে আলোচনা করে ফেললে ভালো হয়।’

বিজ্ঞাপন

বিষয়টি দুজনের আলোচনায় সমাধান হয়ে গেছে জানিয়ে ফারুক আহমেদ বলেছেন, ‘অনেক সময় হয়-কি, যেহেতু আমরা দুজনই নতুন ডিরেক্টর। আমরা ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে শেষের দিকে একটু কমনিকেশন গ্যাপ হতে পারে। কেননা অনেক সিদ্ধান্ত আমরা নিতে হয়েছে তাৎক্ষণিত। বারবার সবাইকে ডাকব সিদ্ধান্ত নিবো এমন জরুরী কিছু বিষয়ে এটা করা যায়নি। সেক্ষেত্রে হয়তো কিছুটা বোঝাপড়ার সমস্যা হয়েছে। আমি আজকে আলাপ করেছি তার (নাজমুল আবেদিন ফাহিম) সাথে, আমি মনে করি বিষয়টা সলভ হয়ে যাবে।’

আগামীতে এমন সমস্যা আর হবে না বলে প্রত্যাশা বিসিবি সভাপতির। ফারুক আহমেদ বলেন, ‘তবে আমি একটা বিষয় মনে করি, বাংলাদেশ দলকেও সেটা বলেছি যে আমরা যতটা কথা কম বলব ততো ভালো। একটা বিষয় হলো আমাদের উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। আমাদের সবার কমন লক্ষ্য হলো দেশ আর বাংলাদেশ দল। ওটা যদি আমাদের মাথায় থাকে তবে বাকি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সহজেই, কারণ বাকিগুলা আমাদের ব্যক্তিগত সমস্যা আমি মনে করি। আশা করব এমন সমস্যা আগামীতে আর হওয়ার সম্ভবনা কম। তারপরও ছোটখাট কিছু থাকলে সেটা আমরা ঠিক করে ফেলতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

ফারুক আহমেদ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর