পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
৫ জানুয়ারি ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ড্রাফটের টেবিলে থাকবে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম। ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। তাতে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম আছে।
ড্রাফটে জায়গা পাওয়া ৮ বাংলাদেশি ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। গতিময় তরুণ পেসার নাহিদ রানার নাম অবশ্য নেই ড্রাফটে। বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম ড্রাফটের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে একই সময়ে। ফলে আইপিএলে দল না পাওয়া বিদেশি তারকা ক্রিকেটাররা ঝুঁকছে পিএসএলের দিকে।
এবারের পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এবারের পিএসএল ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাধারনত পিএসএল আয়োজন করে ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি-মার্চে। ফলে এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি। এদিকে ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএলও।
সারাবাংলা/এসএইচএস