Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জনের মোহামেডানের ছয়ে ছয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪২

৫-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে মোহামেডান

নতুন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা ছয় জয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মতিঝিলের ক্লাবটি। আজ (শনিবার) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে দশ জনের দল নিয়েও। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান টেবিলের শীর্ষে আরও শক্ত করল নিজেদের অবস্থান। 

চোটের জন্য দুই ম্যাচ ধরে খেলতে পারছেন না অধিনায়ক সুলেয়ান দিয়াবাতে। অবশ্য মালির এই স্ট্রাইকারের অভাব খুব একটা টের পায়নি মোহামেডান। যদিও ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় সাদা-কালো শিবির। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডারকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন শাকিল আহাদ তপু। 

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে ফেরে ভিন্ন চেহারা নিয়ে। ৪৭ মিনিটে আসে প্রথম গোল। মুজাফফরভের কর্ণার কিক থেকে মোনজির কলিদিয়াতি লক্ষ্যভেদ করেন হেডে। ৫৫ মিনিটে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে এমানুয়েল। ৬৩ মিনিটে রিবাউন্ডে পাওয়া শটে তৃতীয় গোল এনে দেন সৌরভ দেওয়ান। 

ম্যাচের শেষ পাঁচ মিনিটে হয় আরও দুই গোল। ৮৫ মিনিটে আত্মাঘাতী গোল করে বসেন চট্টগ্রাম আবাহনীর সেলিম রেজা। শেষ মিনিটে নিজে দ্বিতীয় গোল করেন সৌরভ। যোগ করা সময়ের খেলায় পেনাল্টি থেকে মোহামেডানের জালে বল জড়ান ইমতিয়াজ জিতু।  

সারাবাংলা/জেটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর