রিকেলটনের ডাবল সেঞ্চুরিতে কেপ টাউনে যত রেকর্ড
স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৯:২২
৪ জানুয়ারি ২০২৫ ১৯:২২
ক্যারিয়ারের দশম টেস্ট খেলতে নেমে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন রায়ান রিকেলটন। পাকিস্তানের বিপক্ষে চলতি কেপ টাউন টেস্টে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ঘুচিয়েছেন প্রোটিয়াদের ৯ বছরের অপেক্ষা। টেস্টে দক্ষিণ আফ্রিকা এর আগে সর্বশেষ ডাবল সেঞ্চুরি দেখেছিল হাশিম আমলার ব্যাটে ২০১৬ সালে।
রিকেলটন আউট হয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৯ রানের ইনিংস খেলে। কেপ টাউনে এই ইনিংসে বেশ কিছু রেকর্ডও গড়েছেন এই ডানহাতি ব্যাটার। এক নজরে দেখে নিন সেসব-
২৫৯
প্রথমবার টেস্টে ইনিংস ওপেন করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড এখন রিকেলটন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন রিকেলটন
২৬৬
দক্ষিণ আফ্রিকার হয়ে ২৬৬ বলে চতুর্থ দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন রিকেলটন।
সারাবাংলা/জেটি