Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যান্টের ব্যাটিং ঝড়ের দিনে দুর্দান্ত বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৭:১১

৩৩ বলে ৬১ রানের ইনিংসের পথে রিশাভ প্যান্টের শট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৯৮ বলে ৪০ রিশাভ প্যান্টের। তবে দ্বিতীয় ইনিংসে দেখালেন চিরচেনা রূপ, ৩৩ বলে ৬১ রানের ইনিংসে। প্যান্টের বিস্ফোরক ব্যাটিংয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয়দিন ভারত শেষ করল ১৪৫ রানে এগিয়ে থেকে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তোলা ভারতের চার উইকেটই নিয়েছেন স্কট বোল্যান্ড।

টসে জিতে ব্যাট করতে নেমে অজি পেস ত্রয়ীর তোপে মাত্র ১৮৫ রানে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয় ভারত। বোল্যান্ড চারটি, প্যাট কামিন্স দুইটি, মিচেল স্টার্ক নেন তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে একইভাবে ভারতের পেস আক্রমণের মুখে থুবড়ে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের আগুনে বোলিংয়ে ১৮১ রানে আটকে যায় অস্ট্রেলিয়া। 

বিজ্ঞাপন

চার রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো হয়নি ভারতের। পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জসওয়াল বোল্ড হন বোল্যান্ডের বলে। বিরাট কোহলির রান খরাও চলছেই, আরও এবার বোল্যান্ডের শিকার তিনি। কিন্তু চারে নেমে প্যান্ট শুরু করেন পাল্টা আক্রমণ, রানের খাতা খুলেছেন তোপ দাগানো বোল্যান্ডকে স্টেপ আউট করে ছক্কা মেরে। 

মারকুটে সব শটে টি-টোয়েন্টি ব্যাটিং যেন দেখালেন সবাইকে। ২৯ বলে ছুঁয়েছেন ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে যা কোনো বিদেশি ব্যাটারের দ্রুততম ও ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। যে স্কুপ শটের জন্য এমসিজিতে আউট হয়ে সুনীল গাভাস্কারের রোষানলে পড়েছিলেন প্যান্ট, সেই শটেই এবার বাউন্ডারি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। কামিন্সের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬টি চার ও ৪টি ছক্কায় ৩৩ বলে ৬১ রান করেন পান্ট। বোল্যান্ড নিজের চতুর্থ উইকেট পেয়েছেন নিতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বোর্ডার-গাভাস্কার ট্রফি রিশাভ প্যান্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর