Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ০১:৫২

গত বছর জাতীয় দলের হয়ে ৬৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছর তাসকিনের চেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট পেয়েছেন কেবল ভারতের পেসার যতপ্রীত বুমরা। এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে বল হাতে কেমন ফর্মে আছেন বাংলাদেশের তারকা পেসার। চলতি বিপিএলেও তাসকিন রীতিমতো অপ্রতিরোধ্য।

দুর্বার রাজশাহীর জার্সিতে রীতিমতো আগুন ঝড়িয়ে যাচ্ছেন তাসকিন। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। শুধু উইকেটসংখ্যায় তাসকিনের বোলিংয়ের বিচার করা কঠিন। নিখুঁত লাইন লেংথ, আর গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদের যেন সুযোগই দিচ্ছেন না। ফরচুন বরিশালের বিপক্ষে তামিম ইকবালকে যেভাবে এলবিডব্লিউ করেছেন সেটা ছিল দেখার মতো। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লিটন দাসকে রীতিমতো অসহায় বানিয়ে আউট করেছেন।

বিজ্ঞাপন

নিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। আজ তৃতীয় ম্যাচে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। আর নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রানে ৭ উইকেট তুলে নিয়ে বিপিএলের সেরা বোলিংয়ের ইতিহাস গড়েছেন তাসকিন। সেই ম্যাচে নিজের স্পেলের শেষ দুই ওভারে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন তারকা পেসার। এই তাসকিনকে সমীহ করতে বাধ্য হচ্ছেন যে কোনো ব্যাটার।

আজ উসমান খানেও সমীহ করতে হলো। চিটাগং কিংসের বিপক্ষে আজ খেলেছে দুর্বার রাজশাহী। ম্যাচে চিটাগংয়ের হয়ে ৬২ বলে ১২৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন দলটির পাকিস্তানি ব্যাটার উসমান খান। রাজশাহীর সব বোলারদেরই কচুকাটা করেছেন উসমান। কিন্তু যখনই তাসকিন বোলিং করতে এসেছেন তখনই ভড়কে গেছেন।

ম্যাচ শেষে পাকিস্তানি ব্যাটার বললেন, তাসকিন যেমন ফর্মে আছেন তাকে সমীহ করতেই হবে। সংবাদ সম্মেলনে উসমান বলেন, ‘বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার, তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করল, লম্বা খেলার পরিকল্পনা করেছি। তাই আল্লাহর কাছে শুকরিয়া।’

বিজ্ঞাপন

তাসকিন ভালো করলেও তার দল জিততে পারেনি। উসমান খানের সেঞ্চুরিতে ২১৮ রানের রেকর্ড সংগ্রহ গড়েছিল চিটাগং। পরে রাজশাহী গুটিয়ে গেছে ১১৪ রানেই।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর