চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?
৩ জানুয়ারি ২০২৫ ২২:২৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ০৯:২৫
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়ে গেছে। এক বছরের জন্য তিন সংস্করণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন শান্ত, সেই সময় পেরিয়ে গেছে। তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন, শান্তই থাকছেন নেতৃত্বে।
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ও টেস্ট অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন। তারপরের সিদ্ধান্তটা তারপরই নিতে চায় বিসিবি। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা আগেই জানিয়ে রেখেছেন শান্ত। ফলে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের কথা ভাবছে বিসিবি।
শুক্রবার (৩ জানুয়ারী) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল খেলা চলাকালে প্রেসবক্সে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে।
শান্তর অধিনায়কত্বের সময় শেষ হওয়ার বিষয়টি জানতেন না বিসিবি সভাপতি। প্রেসবক্সে এসে সাংবাদিকদের কাছে শুনেছেন। বিষয়টি নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে ফিরবে অধিনায়ক হয়েই। ওর মেয়াদ আপনারা বলছেন যে গত বছর পর্যন্ত ছিল। তবে আমরা যা ভেবেছি, ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। পরেরটি আমরা পরে দেখব। তবে আপাতত সে থাকবে।’
চোটের কারণে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না শান্ত। তার অনুপস্থিতিতে ওয়ানডে ও টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।
শান্ত আপাতত টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্বে থাকলেও টি-টোয়েন্টিতে যে থাকছেন না তা জানিয়ে দিয়েছে বিসিবিকে। তবে বিষয়টি নিয়ে তড়িঘড়ি করতে নাড়াজ বিসিবি। কারণ বাংলাদেশ পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আগামী মার্চ-এপ্রিলে। হাতে যেহেতু অনেক সময় আছে ফলে সেই সময়ে গিয়েই বিষয়টি নিয়ে ভাবতে চায় বিসিবি।
ফারুক আহমেদ বলেন, ‘সে (শান্ত) ইচ্ছাপোষণ করেছে যে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব করতে চায় না। হি ইজ নট কমফরটেবল, যেটা আমাকে প্রথমে বলেছিল। ওখানে আমরা অন্য কিছু চিন্তা করছি। তবে আমাদের পরের টি-টোয়েন্টির অনেক দিন বাকি আছে। এটা এই মুহূর্তের ইস্যু নয়। এটা নিয়ে আমরা অপেক্ষা করতেই পারি।’
সারাবাংলা/এসএইচএস