Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে ফেরাতে ‘শেষ চেষ্টা’ করবেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২১:২৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২২:০২

প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি

গত ০৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে ক্রিকেটার সাকিব আল হাসানের ভাগ্যও। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য হওয়াতে ফিরতে পারছেন না দেশে। দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা জানালেও নিরাপত্তার ইস্যুতে সেটাও সম্ভব হয়নি। আফগানিস্তান সিরিজের পর ছিলেন না ওয়েস্ট ইন্ডজ সফরেও। চলতি বিপিএলেও সাকিব নেই। 

তবে আজ (শুক্রবার) বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবকে পেতে শেষ একটা চেষ্টা চালাবেন তিনি। 

বিজ্ঞাপন

মিরপুরে চলছে একাদশতম বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের শেষদিনের খেলা। ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালীন সংবাদকর্মীদের খোঁজখবর নিতে প্রেস বক্সে আসেন বিসিবি সভাপতি ফারুক। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানালেন বৈশ্বিক আসরের দল ঘোষণার আগে দেশের সেরা ক্রিকেটারকে পেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন তিনি। 

ফারুক বলেন, ‘একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি,এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)’ 

 ভারত সফরে কানপুরে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গেছে সাকিবকে। সেই টেস্টের আগে অবসর ঘোষণার পর থেকেই বিসিবি সভাপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন সাকিব। তবে গত কিছুদিনে কথা হয়নি তাদের। যদিও সাকিবকে ফেরাতে চলতি বিপিএলের মধ্যেই প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন ফারুক, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ফারুক আহমেদ বিপিএল ২০২৫ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর