বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের
৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩
ইনিংসের দ্বিতীয় বলে পড়েছিল চিটাগং কিংসের প্রথম উইকেট। তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু এরপর দুর্বার রাজশাহীর বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন উসমান খান। ৪৯ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। ১১ চার ও পাঁচ ছক্কায় করেছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে বিপিএলে পাকিস্তানি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি।
আগের ম্যাচে আগুন ঝরা বোলিং করা তাসকিনকে তৃতীয় ওভারে টানা দুই চার মেরে শুরু উসমানের ব্যাটিং তাণ্ডব। হাসান মুরাদের ওপর ঝড় বইয়ে দিলেন পাওয়ারপ্লের চতুর্থ ওভারে, তিন চার ও এক ছক্কায়। মোহর শেখ প্রথম ওভার করতে এসেও পড়লেন উসমান ঝড়ের সামনে। তিন চারে গুনলেন ১৪। শফিউল ইসলাম করলেন নিজের খরুচে প্রথম ওভার, চারটি চার ও এক ছক্কায় এই ডানহাতির ওভারে উসমান একাই তুললেন ২২। রায়ান বার্লও বাদ যাননি পাকিস্তানি এই ব্যাটারের চওড়া ব্যাটের তাণ্ডব থেকে।
২১ বলে ফিফটি ছোঁয়া উসমান পরের পঞ্চাশ পর্যন্ত যেতে খেলেছেন আরও ২৮ বল। সেঞ্চুরি ছোঁয়ার আগে দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্কের সাথে গড়েন ১২০ রানের জুটি। ক্লার্কের বিদায়ের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সাথেও গড়েছেন মাত্র ৩১ বলে ৬৩ রানের দ্রুতগতির এক ইনিংস।
নিজের সেঞ্চুরি আর দারুণ দুটো জুটির পর উসমান ফিরেছেন তাসকিনের বলে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়ে। ৬২ বলে ১২৩ রানে থেমেছে তার ইনিংস। ১৩ চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি।
সারাবাংলা/জেটি