Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ওভারে ৭ উইকেট, ইতিহাস গড়লেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলিংয়ের ইতিহাস নতুন করে লিখলেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে নিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন। আজ ইতিহাস উলট-পালট করে দিলেন বাংলাদেশের শীর্ষ পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড এটা।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে তাসকিনের রাজশাহী। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে তাসকিন নিজের প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে দুই উইকেট নিয়েছেন। ১৭তম ওভারে আবারও বোলিং করতে এসে ৩ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ ওভার অর্থাৎ ২০তম ওভারে বোলিং করতে এসে ঢাকার শেষ দিকের ব্যাটারদের রীতিমতো অসহায় বানিয়ে ফেলেছিলেন।

সেই ওভারে ২ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। বিপিএল ইতিহাসে সেরা বোলিং রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের মোহাম্মদ আমিরের। ২০২০ সালের বিপিএলে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির।

তাসকিনের আজকের বোলিং টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ডের হিসেবে তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশি বোলারদের মধ্যে এটা টি-টোয়েন্টিতে সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর