Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের একাই ৭ উইকেট, ঢাকা ১৭৪

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৫:২৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৬:২৯

বিপিএলের শুরুর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। আজ নিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডবুক উলট-পালট করে দিলেন দুর্বার রাজশাহীর পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই নিয়েছেন ৭ উইকেট। তাসকিনের রেকর্ডগড়া ৭ উইকেটে ১৭৪ রানে থেমেছে ঢাকার ইনিংস।

৪ ওভার বোলিং করে ১৯ রান খরাচয় ৭ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড এটা। ২০২০ সালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এতোদিন সেটাই ছিল বিপিএলের সেরা বোলিং রেডর্ক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারী) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। লিটন দাস আজও ব্যর্থ। ডাক মেরেছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ব্যাটার। তরুণ তানজিদ হাসান তামিমও সুবিধা করতে পারেননি (১০ বলে ৯ রান)। এই দুজনকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

এরপর ঢাকার ইনিংসটা টেনেছেন শাহাদত হোসেন দীপু ও স্টিফেন এস্কিনাজি। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৪২ রান তোলেন দুজন। এস্কিনাজি ২৯ বলে ৬টি চার ২টি ছয়ে ৪৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর থিসারা পেরেরা ও শুভম রানজানে ঢাকাকে শক্ত স্কোর এনে দিয়েছেন।

থিসারা পাঁচে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২১ রান করেন। আর রানজানে ১৩ বলে করেন ২১ রান। শাহাদত হোসেন আউট হয়েছেন ৪১ বলে ৫০ রান করে।

শেষ দিকে সুবিধা করতে পারেনি ঢাকা। কারণ রাজশাহীর হয়ে বল হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন তাসকিন আহমেদ। নিজের শেষ দুই ওভারে ৫ রান করচ করে ৫ উইকেট তুলে নেন তাসকিন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থেমেছে ঢাকা।

বিজ্ঞাপন

তাসকিন ৪ ওভারে ১৯ রান খরচায় একাই নিয়েছেন ৭ উইকেট। তাসকিনের আজকের বোলিং টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডে তৃতীয় সেরা।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর