বিপিএলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা, ভাঙচুর-অগ্নিসংযোগ
২ জানুয়ারি ২০২৫ ১৫:১৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৩০
বিপিএলের টিকিট কাটা ইস্যুতে আবারও বিশৃঙ্খল ঘটনা ঘটল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামের গেট ভাঙচুর করেছিল টিকিট প্রত্যাশিরা। আজ আবারও একই ঘটনা ঘটল। লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার কারণে টিকিট বুথ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ক্ষুব্ধ দর্শকরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) এই ঘটনা ঘটেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেট সংলগ্ন সুইমিং পুলের বুথে।
একদিন বিরতির পর আজ বিপিএলের দুই ম্যাচ মাঠে গড়াচ্ছে। দিনের খেলায় রাজধানী ঢাকার দল ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী খেলছে। অপর ম্যাচে ফরচুন বরিশাল খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনে রাজধানীর দল এবং রাতে দুই বড় দলের লড়াই বলে টিকিটের বাড়তি আগ্রহ দেখা গেছে।
মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল বুথে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছে দর্শকরা। পরে টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পরেন দর্শকরা। একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বুথে ভাঙচুর এবং অগ্নিসংযোগও করেছেন ক্ষুব্ধ দর্শকরা। আগুনে ব্যানার, প্ল্যাকার্ড পুড়ে যায়। কিছু চেয়ারও ভাঙচুর করা হয়েছে।
পরে মিরপুর-১০ নম্বর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছিলেন দর্শকরা। একটা সময় বলা হয় টিকিট শেষ হয়ে গেছে। তখনও লম্বার লাইন ছিল বুথের সামনে। টিকিট প্রত্যাশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একটা সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সারাবাংলা/এসএইচএস