Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-মোস্তাফিজসহ পিএসএল ড্রাফটে ৩০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফটে দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম দেয়ার কথা জানা গিয়েছিল আগেই। এই দুজনের পথ ধরে ড্রাফটে নাম লিখিয়েছেন আরও এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। যেখানে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে মুকিদুল ইসলাম মুগ্ধ-রুয়েল মিয়ার মতো অনভিষিক্তরাও আছেন।

ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে পিএসএল ড্রাফটে এই বাংলাদেশি ক্রিকেটারদের নাম অন্তর্ভুক্তির কথা জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ড্রাফট। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে পিএসএল-এর আগামী আসর পিছিয়ে দেয়া হয়েছে খানিকটা। আগামী এপ্রিল-মে মিলিয়ে হবে এবারের পিএসএল।

বিজ্ঞাপন

সাকিব, তামিম, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, সাব্বির রহমানদের এর আগে দেখা গেছে পিএসএল-এর একাধিক আসরে। এবার ড্রাফট থেকে কারা দল পেতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

পিএসএল ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটাররা

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

সারাবাংলা/জেটি

পাকিস্তান সুপার লিগ মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর