সিলেটকে উড়িয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়
৩১ ডিসেম্বর ২০২৪ ২১:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:০০
একাদশ বিপিএলে রংপুর রাইডার্সের জয়রথ চলছেই। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রংপুর। প্রথম ম্যাচে দুইশর কাছাকাছি রান তোলা রংপুর আজ আগে ব্যাটিং করে ১৫৫ রান তোলে। এই সংগ্রহ নিয়েই দলকে বড় জয় এনে দিয়েছেন রংপুরের বোলাররা।
রংপুরের বোলিং তোপে ১২১ রানের বেশি তুলতে পারেনি সিলেট। দুই ম্যাচের দুটিতেই জেতা রংপুরই এখন বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫৫ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই সিলেটকে চাপে রেখেছে রংপুর। দ্বিতীয় ওভারে জর্জ মুনসিকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। সিলেটকে কাবু করার আসল কাজটা করেছেন রংপুরের গতিময় পেসার নাহিদ রানা। একাই চার উইকেট তুলে নিয়েছেন তরুণ নাহিদ।
১২ বলে ১৮ রান করা জাকির হাসানকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন নাহিদ। খানিক বাদে সিলেটের আইরিশ ব্যাটার পল স্ট্যালিংকে (৬) ফেরান নাহিদ। এরপর রনি তালুকদার ও ফর্মে থাকা জাকের আলী অনিক মিলে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে তবে তাতে লাভ হয়নি। ৩৬ বলে ৪১ রান করা রনি তালুকদারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। সেই ওভারেই আরিফুল হককেও ফেরান খুশদিল।
এরপর সিলেটকে আর দাঁড়াতেই দেননি নাহিদ রানা। ৩৩ বলে ২৪ রান করা জাকের আলী অনিককে নিজের ক্যাচ বানান নাহিদ। তারপর সিলেটের ব্যাটাররা রীতিমতো যাওয়া-আসার মিছিলে নেমেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রানে থেমেছে সিলেট। নাহিদ রানা ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ রানে নিয়েছেন দুই উইকেট।
এর আগে রংপুরের দেড়শোর্ধ্ব বড় অবদান ইফতিখার আহমেদ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের। আগে ব্যাটিং করতে নেমে ২৮ রানে তিন উইকেট হারিয়ে বড় বিপদেই পরেছিল রংপুর। তারপর মিডল অর্ডারে ৪২ বলে ৪৭ রানের একটা ইনিংস খেলে দলের ধস ঠেকিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার।
শেষ দিকে নুরুল হাসান সোহান রীতিমতো ঝড় তুলে দলকে দেড়শর ওপারে নিয়েছেন। মাত্র ২৪ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৪২ রান করেন সোহান। এছাড়া শেখ মাহেদি ৮ বলে করেছেন ১৬ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমেছে রংপুর।
সারাবাংলা/এসএইচএস